এবার পর্যটন রমণীর খোঁজে

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘মিস কালচার অ্যান্ড ট্যুরিজম’ প্রতিযোগিতা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 09:09 AM
Updated : 23 Oct 2018, 11:32 AM

ডিজিটাল বিনোদন প্লাটফর্ম এবং সেবা ভিত্তিক প্রতিষ্ঠান লিঙ্কাস’য়ের আয়োজিত এই প্রতিযোগিতার পাঁচজন বিজয়ী বাংলাদেশের পর্যটন ও সংস্কৃতি তুলে ধরবে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধান প্রতিযোগিতায়।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত এই ঘোষণাকে সমর্থন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আসলে চীনের “মিস কাল্টুরে অ্যান্ড ট্যুরিজম প্রোগ্রাম’য়ের বাংলাদেশ বিভাগের জন্য কাজ করছে ‘লিঙ্কাস’ প্লাটফর্ম।

এরই মধ্যে ‘এসএ টিভি’তে এই প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে প্রতি বুধবার রাত সাড়ে নয়টায়। যেখানে বিচারক হিসেবে আছেন উপস্থাপক ও চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, অভিনেত্রী সোহানা সাবাহ এবং রেড বিউটি স্যালন’য়ের রূপবিশেষজ্ঞ ও কর্ণধার আফরোজা পারভীন।

অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন চিত্র নায়ক নীরব হোসেন, অভিনেত্রী সোনিয়া হোসাইন ও খুরশিদা জাহান রানী।

অনুষ্ঠানের পেছনের গল্পসহ নানান মজার ভিডিও দেখা যাবে লিঙ্কাস অ্যাপ থেকে অথবা live.linkuslive.com দেখা যাবে। - বিজ্ঞপ্তি।