নারিকেলি চিংড়ির ঝোল

দুর্গোৎসবে মুখরোচক ব্যঞ্জন তৈরি করুন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 07:21 AM
Updated : 16 Oct 2018, 07:21 AM

উপকরণ: নারিকেল কোরানো ২ কাপ। দুধ ২ কাপ। চিনি স্বাদ মতো। তেল পরিমাণ মতো। চিংড়ি ২ কাপ। পরিমাণ মতো পেঁয়াজ, আদা ও রসুন বাটা। আর লাগবে হলুদ, মরিচ, তেজপাতা, দারুচিনি, কাঁচামরিচ এবং লবণ।

পদ্ধতি: প্রথমে চিংড়ি ধুয়ে বেছে পরিষ্কার করে নিন। পানি ঝরিয়ে চিংড়িগুলো রেখে দিন।

এবার প্যান গরম করে তেল দিন। তারপর অল্প হলুদ, মরিচ ও লবণ দিয়ে চিংড়িগুলো ভালো করে মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে হাল্কা ভেজে উঠিয়ে রাখুন।

এই তেলেই তেজপাতা ও দারুচিনির ফোঁড়ন দিয়ে মসলাগুলো কষিয়ে দুধটা প্যানে ছেড়ে দিন। এরপর দুধের মধ্যে নারিকেল কোরানো ও চিনি ছেড়ে নাড়তে থাকুন।

যখন নারিকেল-মিশ্রিত দুধ ঘন হয়ে আসবে তখন ভাজা চিংড়ি ও কাঁচামরিচ ছেড়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন।

নারিকেল-মিশ্রিত দুধ হয়ে যাবে চিংড়ির ঝোল। তারপর চিতই পিঠা দিয়ে অথবা ভাতের সঙ্গে খেতে পারেন দারুণ মজার নারিকেলি চিংড়ির ঝোল।

আরও রেসিপি