আসবাব পরিষ্কার করতে জলপাইয়ের তেল

পরিষ্কারের কাজ যখন খুব ঝামেলার তখন সাদা ভিনিগার ও বেইকিং সোডার পাশাপাশি জলপাইয়ের তেল হতে পারে ভালো সমাধান।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2018, 09:10 AM
Updated : 11 Oct 2018, 09:10 AM

জীবন-যাপন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জলপাইয়ের তেল অর্থাৎ অলিভ অয়েল দিয়ে গৃহস্থলী জিনিসপত্র পরিষ্কার করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

কাঠের উপরিভাগ চকচকে করতে: পছন্দের কাঠের টেবিলটা যদি উজ্জ্বলতা হারিয়ে থাকে তাহলে এক টেবিল-চামচ জলপাইয়ের তেলের সঙ্গে এক টেবিল-চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন। তাপপড় কাপড়ে লাগিয়ে গোলাকারভাবে টেবিলটি মুছে নিন। পার্থক্য নিজেই বুঝতে পারবেন। 

লোহার কড়াই পরিষ্কার করতে: ঢালাই লোহার কড়াই পরিষ্কার করতে সাদা ভিনিগারের সঙ্গে বেইকিং সোডা মিশিয়ে ব্যবহার করা হয়। পাত্রের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে জলপাইয়ের তেলের সঙ্গে সামান্য সামদ্রিক লবণ ছিটিয়ে পরিষ্কার করে নিন। পাত্রটি ভালোভাবে ঘষে পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে মুছে নিন। 

বেতের আসবাবের উজ্জ্বলতা ফেরাতে: সময়ের সঙ্গে সঙ্গে বেতের আসবাব উজ্জ্বলতা হারাতে থাকে এবং সংযোগস্থলে ময়লা জমে স্থায়ী হয়ে যায়। এটা পরিষ্কার করতে জলপাইয়ের তেলে কাপড় ডুবিয়ে তা দিয়ে পরিষ্কার করে নিন। এতে আসবাবের উজ্জ্বল ও নতুনভাব ফিরে আসবে।

আরও পড়ুন