বাড়িতেই করুন ‘হেয়ার স্পা’

চুলের হারানো যৌবন ফিরিয়ে আনতে ‘ম্যাসেজিং’, ‘স্টিমিং’,  ‘ক্লিনিং’ ও ’কন্ডিশনিং’- এই চার ধাপে করতে হয় ‘হেয়ার স্পা’।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 10:58 AM
Updated : 1 Oct 2018, 10:58 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘরেই ‘হেয়ার স্পা’ করার পন্থাগুলো এখানে দেওয়া হল।

তেল মালিশ: তেল গরম করে মাথার ত্বকে আঙ্গুল দিয়ে মালিশ করুন। তেল মালিশ করার সময় চুলের আগার তুলনায় গোঁড়ার দিকে বেশি মনোযোগ দিন।

গরম তোয়ালে ব্যবহার: এরপর, গরম পানিতে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে চিপে নিন। তোয়ালে দিয়ে মাথা ১০ থেকে ১৫ মিনিট পেঁচিয়ে রাখুন। এটা চুলের গোঁড়া দিয়ে তেল প্রবেশ করতে সাহায্য করবে।

ধোয়া: মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে ভাপ নেওয়ার ফলে বের হওয়া ময়লা দূর হয়ে যাবে।

কন্ডিশনার ব্যবহার: চুলের আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করুন। উন্নত মানের কন্ডিশনার লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে চুল মসৃণ ও উজ্জ্বল হবে।

ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান।  ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন