ব্রেড স্ক্রামবল

প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে ঝটপট তৈরি করুন নাস্তার দারুণ এই পদ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 09:45 AM
Updated : 25 Sept 2018, 09:46 AM

উপকরণ: পাউরুটি ৪,৫ টুকরা। ডিম ৩টি। পেঁয়াজ-কুচি আধা কাপ। কাঁচা-মরিচের কুচি ২,৩টি। টমেটো-কুচি ১টি। হলুদ-গুঁড়া সামান্য। সয়া সস ১ চা-চামচ। চিলি সস ১ চা-চামচ। আদা ও রসুন পেস্ট আধা চা-চামচ। লবণ পরিমাণ মতো। ধনেপাতা-কুচি পরিমাণ মতো। তেল পরিমাণ মতো।

পদ্ধতি: পাউরুটি কিউব করে কেটে নিন। তারপর একটি বাটিতে পাউরুটি ছাড়া সব উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন।

তারপর একটি প্যানে তেল গরম করে পাউরুটির কিউবগুলো দিয়ে আলতো করে ওই মিশ্রণে মিশিয়ে সঙ্গে সঙ্গে গরম প্যানে দিয়ে ভাজতে থাকুন। ঘন ঘন নাড়তে হবে।

ভালো ভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও রেসিপি