ঘরে প্রফুল্লভাব আনতে

ঘরে টুকটাক পরিবর্তনেই সতেজ ও নতুনভাব আনতে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 08:55 AM
Updated : 12 Sept 2018, 08:55 AM

গৃহসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কয়েকটি পন্থা এখানে দেওয়া হল। যা ঘরে আলো বাড়ানোর পাশাপাশি চমৎকার পরিবেশ তৈরি করতেও সাহায্য করবে।

* গাঢ় রংয়ের পর্দা ঘরে আলো প্রবেশে বাধা দেয়। তাই হালকা তন্তুর পর্দা ব্যবহার করুন এবং সুতির বদলে সিন্থেটিক ব্যবহার করুন, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়।

* সাদা-মাটা রংয়ের আসবাবের পরিবর্তে রঙিন আসবাব ব্যবহার করুন। বিছানা ও সোফাতে বাড়তি বালিশ রাখুন। বিছানার জন্যও হালকা রংয়ের বদলে গাঢ় রংয়ের বালিশ রাখুন। এতে ঘরে একটা উষ্ণ ও আরামদায়কভাব আসবে।  

* বর্ষায় ঘরে স্যাঁতস্যাঁতেভাব আসে। এর গন্ধ দূর করতে সুগন্ধি তেল ও ডিফিউজার ব্যবহার করতে পারেন। 

* খাবার টেবিলের নিচে বা সোফার কাছে নরম পাপস রাখুন। এতে বেশ আয়েশ করেই চায়ের আড্ডা জমে উঠবে।

* সূর্যের আলো কম থাকলে ঘরে আন্ধকারভাব দূর করতে হলদে বর্ণের পর্দা লাগান। দেওয়ালে হলুদ রংয়ের কিছু রাখতে রাখতে পারেন। যেমন- হলুদ কোনো ছবি বা উজ্জ্বল রংয়ের ফ্রেম যেমন- হলুদ , কমলা ইত্যাদি।

* জানালার কাছে বা ঘরের যেখানে বসে বৃষ্টি দেখতে ভালো লাগবে এমন জায়গায় ‘উইন্ড চিম্প’ বা ডোরবেল রাখতে পারেন।

বাতাসে এর টুংটাং শব্দ ঘরে বেশ সুন্দর একটা আমেজ সৃষ্টি করবে।

* ঘরের অব্যবহৃত কোণাকে আলোছায়া খেলার পরিবেশ হিসেবে সাজিয়ে নিতে পারেন। চাইলে সাধারণ বা ভাসমান মোমবাতি দিয়েও আলোকিত করতে পারেন ঘর।

আরও পড়ুন