কার্পেট দিয়ে যেভাবে দেয়াল সাজাবেন

শূন্য দেয়ালে চোখ জুড়ানো আবহ আনতে ব্যবহার করা যায় ‘ওয়াল কার্পেট’।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 10:32 AM
Updated : 17 August 2018, 10:32 AM

বুননশিল্পের এই উপকরণ দিয়ে দেয়াল রাঙাতে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। আর সেসব বিষয়গুলোই নিচে দেওয়া হল।

–– শুধু কার্পেট দিয়েও ঘরের সৌন্দর্য বর্ধন করা সম্ভব। এজন্য বেছে নিতে হবে সুন্দর হাতের কাজ করা একটি কার্পেট। এই কার্পেট দেয়ালে ঝুলিয়ে তার উপর একটি স্পটলাইট বসিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করলেই অন্দরসজ্জায় আসবে শৈল্পিক ছোঁয়া।

–– কয়েক টুকরা কার্পেট জোড়া দিয়ে পুরো একটি দেয়াল সাজিয়ে নিতে পারেন। এতে দেয়ালে নতুন করে রং করার ঝামেলা পোহাতে হবে না, খরচ বাঁচবে, রংয়ের গন্ধ সইতে হবে না বরং  পাবেন রঙিন একটি দেয়াল। আবার প্রয়োজনে খুলেও ফেলতে পারবেন যখন তখন।

–– দেয়ালে চিত্রকর্ম ঝোলানো ক্ষেত্রেও পেছনে আলাদা রং যোগ করতে কার্পেট ব্যবহার করতে পারেন। এতে চিত্রকর্মটির সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয় হবে।

–– কার্পেটে করা ছোট ছোট শিল্পকর্ম কাজে লাগাতে পারেন দেয়াল সাজাতে। দেয়ালের উপর থেকে নিচে কিংবা ডান থেকে বামে পাশাপাশি এই কার্পেটগুলো বসিয়ে মনের মতো করে দেয়াল সাজাতে পারবেন।

–– ছোট গালিচাও ব্যবহার করতে পারেন উঁচু দেয়াল থেকে ঝোলানোর ক্ষেত্রে। উঁচু থেকে ঝোলানোর ক্ষেত্রে বিভিন্ন মোটিফের ‘বোহেমিয়ান’ ছোট গালিচা ব্যবহার করলে অন্তত ছিঁড়ে পড়ার সম্ভাবনা থাকবে না।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন