শরীরচর্চার কতক্ষণ পর গোসল করা উচিত

ব্যায়ামের পর গোসল করলে শুধু যে প্রশান্তি মেলে তাই নয়, ঘামের কারণে ত্বকের ব্যাকটেরিয়া থেকে র‌্যাশ ও ব্রণ হওয়ার আশঙ্কাও কমে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 09:47 AM
Updated : 7 August 2018, 09:47 AM

তাই গোসলটা জরুরি হলেও একটু ধৈর্য ধরতে হবে।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে শরীরচর্চার পর গোছলের আগে কী করা উচিত তা জানানো হল।

ব্যায়ামের পর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার জন্য ২০ মিনিট অপেক্ষা করা দরকার।

ভারী ব্যায়ামের পর ব্যায়ামাগার থেকে বের হওয়ার আগেই শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার জন্য সাধারণ এবং হালকা কিছু ‘স্ট্রেচিং’ করা উচিত। এতে শরীর ক্রমেই বিশ্রামের পর্যায়ে আসবে, কমাবে হৃদস্পন্দন এবং শরীরের তাপমাত্রা।

এবার ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ঘাম হওয়া থেমে গেলে তারপর গোসলে যাওয়া উচিত।

ঘামে ভেজা শরীর নিয়ে অপেক্ষা করা হয়ত বিরক্তিকর মনে হতে পারে। সেক্ষেত্রে সময়টাকে কাজে লাগাতে পারেন পর্যাপ্ত তরল পানের মাধ্যমে। সেটা হতে পারে পানি কিংবা ফলের শরবত। সঙ্গে মোবাইলে কয়েকটি প্রিয় গানও শুনতে পারেন। তবে ভারী কিছু খাওয়া উচিত হবে না।

আরও পড়ুন