তৈরি করুন কুলচা

পদ্ধতি দিয়েছেন প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 07:56 AM
Updated : 7 August 2018, 07:56 AM

উপকরণ: ময়দা ৩ কাপ। চিনি ১ চা-চামচ। বেইকিং পাউডার আধা চা-চামচ। বেইকিং সোডা আধা চা-চামচ। দুধ এক কাপ। লবণ পরিমাণ মতো। মাখন ৪ টেবিল-চামচ। .টক দই ৪ টেবিল-চামচ। কালিজিরা ও ধনেপাতা অল্প।

পদ্ধতি: বাটিতে ময়দা, বেইকিং পাউডার ও সোডা মিলিয়ে নিন। এবার দুধে মাখন, চিনি এবং লবণ দিয়ে ভালো করে মেশান।

এবার ময়দার মিশ্রণে দুধের মিশ্রনটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজন হলে অল্প করে পানি দিতে পারেন। তারপর ডো’টি একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দুই ঘণ্টা রেখে দিন।

ময়দার ডো’টা নিয়ে রুটি তৈরির মতো গোল করে বল বানিয়ে বেলে নিন। তারপর কুলচার উপর কালিজিরা ও ধনেপাতা-কুচি অল্প করে ছিটিয়ে দিন।

প্যানে বা তাওয়া গরম করে কুলচাগুলো এপিঠ ওপিঠ বাদামি করে সেঁকে নিন। ইচ্ছে করলে ওভেনেও বেইক করে নিতে পারেন।

এবার কুলচাগুলোতে ভালো করে মাখন লাগিয়ে ছোলা দিয়ে পরিবেশন করুন।

আরও রেসিপি