লিপস্টিকের উপকারিতা

চটজলদি হালকা সাজ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার ভারী সাজ ছাড়াও ঠোঁট রাঙানোর এই প্রসাধনী ত্বকেরও উপকার করে।

লাইফস্টাইলডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2018, 09:55 AM
Updated : 1 August 2018, 09:55 AM

ভারতের সৌন্দর্যচর্চা কেন্দ্র ‘ভুনিক’য়ের প্রধান স্টাইলিস্ট ভব্য চাওলা এবং ভারতের ভিএলসিসি’র মেইকআপ আর্টিস্ট ভিশাল মুডগাল জানিয়েছেন লিপস্টিকের এমন কিছু গুনাবলী সম্পর্কে।

- অনেক লিপস্টিকে থাকে ‘সান প্রোটেকশন’ উপাদান যা ঠোঁটকে রোদপোড়া থেকে রক্ষা করে।

- লিপস্টিকে অ্যালোভেরা ও ভিটামিন ই থাকলে তা ঠোঁটে আর্দ্রতা যোগায়।

- লিপস্টিকের ঠোঁটের গড়নকে আরও বেশি ফুটিয়ে তোলে এবং আপনার হাসিকে আরও উজ্জ্বল করে তোলে। তবে সেজন্য বেছে নিতে হবে ত্বকের সঙ্গে মানানসই রংয়ের লিপস্টিক।

- প্রাতিষ্ঠানিক উপলক্ষ্য কিংবা প্রিয় মানুষটির কাছে আকর্ষণীয় করে তোলা, উদ্দেশ্য যাই হোক না কেন, নারীর সাজসজ্জায় পূর্ণতা আনে লিপস্টিক।

- লিপস্টিক নারীর চেহারায় আত্মবিশ্বাসী ভাব ফুটিয়ে তোলে। অন্যদের কাছে নারীকে আরও সুন্দরভাবে উপস্থাপন করে।

- মন-মেজাজের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে লিপস্টিক। মানসিক চাপের মাঝে বিভিন্ন রংয়ের লিপস্টিক পরার খেলা নারীকে সাময়িক স্বস্তি দিতে পারে। নারীর মানসিক শক্তি বাড়িয়ে দিতে পারে মুহূর্তেই।

- নারীর ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক কিছু জানিয়ে দেয় লিপস্টিক। সংগ্রহে রাখা অসংখ্য রংয়ের লিপস্টিক থাকলেও প্রতিটি নারীর বিশেষ কিছু রংয়ের লিপস্টিক থাকে যা সে প্রতিদিন ব্যবহার করেন। আর এই বিশেষ রংগুলোই তার ব্যক্তিত্বের পরিচয় বহন করে।

- গায়ের রংয়ের সঙ্গে মানানসই লিপস্টিকের রং বাছাই করতে পারলে তা ‍নারীর চেহারায় বাড়তি সৌন্দর্যের মাত্রা যোগ করে।

ছবির মডেল: দৃষ্টি। ছবি: ই স্টুডিও।

আরও পড়ুন