প্যান-এশিয়ান খাদ্যোৎসব

প্যান এশিয়ার খাদ্য সংস্কৃতির নানান রূপ তুলে ধরার লক্ষ্যে খাদ্যোৎসব আয়োজন করছে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন।

লাইফাস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2018, 09:53 AM
Updated : 1 August 2018, 09:53 AM

প্যান এশিয়ার সাতটি দেশ- জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়শিয়া, চীন, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার বিখ্যাত খাবারগুলো পাওয়া যাবে এই আয়োজনে।

'প্যান এশিয়া অ্যাট ওয়াটার গার্ডেন ব্র্যাসেরি’ আয়োজনটি ২ অগাস্ট শুরু হয়ে চলবে ১১ অগাস্ট পর্যন্ত।

২৯ জুলাই, রোববার  সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উৎসবের নানাদিক তুলে ধরে হোটেল কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ ব্যবস্থাপক রামানিথারা শানমুগ্রাম, বিপণন বিভাগের পরিচালক নাদিম নেওয়াজ, জ্যেষ্ঠ রাঁধুনি মফিজ উল্লাহ-সহ র‌্যাডিসন ও থাই এয়ার ওয়েজের উর্ধ্বতন কর্মকর্তারা।

এই আয়োজনে প্যান এশিয়ার দেশগুলোর ঐতিহ্যবাহী খাবারগুলোসহ প্রায় দুই শতাধিক প্রধান ডিশ, সালাদ ও ডেজার্ট পদ পাওয়া যাবে। উৎসবে মজাদার স্বাদের এসব খাবার খেতে খরচ হবে ৪ হাজার ৯শ’ টাকা। আর শিশুদের জন্য গুনতে হবে ৩ হাজার টাকা। উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।

আর এসব খাবারের স্বাদ নেওয়া যাবে হোটেলের বাফেট রেস্তোরাঁ ওয়াটার গার্ডেন ব্র্যাসারিতে।