চুলের বৃদ্ধিতে রসুনের তেল

রসুনের কোঁয়া দেখতে ছোট হলেও খাবারের স্বাদ বাড়াতে যেমন ওস্তাদ তেমনি চুল সুন্দর রাখতেও ভূমিকা রাখে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2018, 10:47 AM
Updated : 26 July 2018, 10:51 AM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে রসুনের তেল তৈরির পদ্ধতি এখানে দেওয়া হল।

- দুতিনটি রসুন বেটে মিহি পেস্ট করুন।

- একটি পাত্রে নারিকেল তেল ও রসুন-বাটা গরম করে নিন।

- তলের রং বাদামি হওয়া পর্যন্ত গরম করতে থাকুন।

- এরপর চুলা বন্ধ করে ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

- তেল ঠাণ্ডা হয়ে আসলে তা ছেঁকে রসুনের আঁশ আলাদা করে নিন।

- এই তেলই চুলে ব্যবহার করা যাবে।

উপকারিতা

* রসুনে আছে ক্যালসিয়াম, সালফার ও জিংক যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজন।

* এতে আছে যে কোনো ধরনের জীবাণুনাশ করার এবং চুল বৃদ্ধি করার ক্ষমতা। এই তেল ব্যবহারে চুল ঘন হয় এবং দ্রুত বড় হয়। 

* মাথার ত্বক ভালোভাবে আর্দ্র করতে সাহায্য করে রসুনের তেল। কারণ এতে আছে সেলেনিয়াম উপাদান যা রক্ত সঞ্চালনে সহায়তা করে।

* এতে আছে ভিটামিন সি যা কোলাজেন উৎপাদন করে।

* চুলের গোড়া সুস্থ ও শক্ত করতে সাহায্য করে রসুনের তেল।

আরও পড়ুন