বৃষ্টিতে মেইকআপ যেন ধুয়ে না যায়
লাইফস্টাইলডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2018 07:48 PM BdST Updated: 25 Jul 2018 01:18 AM BdST
বর্ষায় ঠাণ্ডা বাতাস ভালো লাগলেও বৃষ্টিতে নষ্ট হতে পারে সাজ। সিক্ত বাতাসেও মেইকআপ ঠিক রাখার রয়েছে উপায়।
সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে বর্ষায় মেইকআপ ঠিক রাখার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।
ময়েশ্চারাইজার: আবহাওয়া আর্দ্র থাকলেও ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। যা ত্বকে ভালোভাবে মেইকআপ বসতেও সাহায্য করে। পানি নির্ভর ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। এটা ত্বকের তেল শোষণ করতে সহায়তা করে।
পাউডার ব্যবহার: বর্ষায় ক্রিম নির্ভর প্রসাধনী এড়িয়ে চলা উচিত। ত্বক ‘ম্যাট’ ভাব আনতে পাউডার ব্যবহার করা যায়। খুব বেশি ফাউন্ডেশন বা কন্সিলার ব্যবহার না করে পাউডারকে বেইজ হিসেবে ব্যবহার করতে পারেন। আর্দ্র আবহাওয়ায় পাউডারধর্মী ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী হয় এবং মেইকআপ অনেক্ষণ থাকে। আর প্রাইমার ব্যবহারের কথা ভুলবেন না।
ঠোঁটের রং: বর্ষায় ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার করা ভালো। কোমল ম্যাট, গোলাপি বা হালকা বাদামি এবং উজ্জ্বল লাল রংয়ের লিপস্টিক বেশ ভালো মানিয়ে যায়। তৈলাক্ত বা ক্রিমধর্মী লেপস্টিক ব্যবহার না করাই ভালো। কারণ আর্দ্র আবহাওয়ায় এগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে জানান, ভারতের তরুণ রূপবিশেষজ্ঞ ভূমিকা বাহরি।
চোখের সাজ: ভারতের প্রতিষ্ঠিত রূপসজ্জাকর নিতি লুথ্রা’র মতে, চোখে মাস্কারা বা আইলাইনার ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নেওয়া উচিত তা পানি-রোধক কিনা! নিখুঁত মেইকআপের জন্য ক্রিমধর্মী পেন্সিল কাজলের পরিবর্তে ফেল্টপেন লাইনার ব্যবহার করুন। চোখে কালো কাজলের পরিবর্তে সাদা বা বাদামি কাজল ব্যবহার করা উচিত। এতে চোখ দেখতে বড় লাগে এবং বৃষ্টিতেও নষ্ট হয় না।
ব্লাশ ও আইশ্যাডো: এক্ষেত্রেও ক্রিমের পরিবর্তে পাউডার ধর্মী প্রসাধনী ব্যবহার করুন। চোখে গোলাপি, হালকা বাদামি, পেস্ট ও বেইজ রংয়ের ব্যবহার করতে পারেন এই মৌসুমে।
কম-ই বেশি: চেহারার সৌন্দর্য বাড়ায় মেইকআপ। তাই এর ব্যবহার যেন কম বা বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ত্বকের রংয়ের সঙ্গে মানানসই শেইড ব্যবহার করুন। কোন ধরনের মেইকআপে আপনাকে দেখতে ভালো লাগে তা পরখ করে দেখতে পারেন। তবে কম-ই বেশি, এটাই মেইকআপের সৌন্দর্য। অর্থাৎ খুব বেশি ভারী মেইকআপ সৌন্দর্য নষ্ট করে বলে জানান, নিতি।
ছবির মডেল: বৃষ্টি। ফটোগ্রাফার: মুন্তাকিম। ছবি সৌজন্যে: রঙ বাংলাদেশ।
আরও পড়ুন-
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান