ব্লক করা কাপড়ের যত্ন

বিভিন্ন ছাঁচে রং ধরিয়ে নকশা করা কাপড় বা পোশাক বেশিদিন টেকসই করতে জানা থাকা চাই সঠিক যত্নের উপায়।

তৃপ্তিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 09:17 AM
Updated : 10 July 2018, 09:18 AM

ব্লকের পোশাকের ঠিকঠাক যত্ন নেওয়ার উপায় সম্পর্কে পরামর্শ দেন বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্রপরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক শাহমিনা রহমান।

ব্লকের পোশাক মানে এতে রংয়ের আলাদা ছাপ দেওয়া হয়। বাড়তি রং যোগ করা হয় বলে এর বাড়তি যত্নও নিতে হবে। তবে তা কোনো ঝামেলাজনক কাজ নয়। 

বৃষ্টির দিনে ব্লক না পরাই ভালো। কারণ এতে বৃষ্টির পানি, ময়লা, কাদা ইত্যাদি লাগতে পারে। আর কাদার দাগ ওঠানো বেশ ঝামেলা। 

শাহমিনা রহমান জানান, ব্লকের পোশাক কখনই খুব বেশি ঘষে ধোয়া ঠিক নয়। এতে রং ওঠা বা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

কাপড়ে ময়লা লাগলে তা হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হবে। তবে খুব বেশি ঘষা যাবে না। ধোয়া কাপড় রোদে শুকাতে দিলে অবশ্যই তা উল্টা করে দিতে হবে। না হলে রং জ্বলে যেতে পারে।

কাপড় শুকিয়ে এলে তা উল্টা করে ইস্ত্রি করে নিন। ব্লকের রংয়ের ওপর ইস্ত্রি করা হলে অনেক সময় রং নষ্ট বা কুঁচকে যাওয়ার কারণ হয়। আর জামা উল্টা করে ইস্ত্রি করা হলে রং নষ্ট হয় না বরং দীর্ঘস্থায়ী হয় বলে জানান এই অধ্যাপক।

আরও পড়ুন