‘লিপ লাইনার’ ব্যবহার করা দেখতে সোজা মনে হলেও সুন্দর করে তা সম্পূর্ণ করার কিছু নিয়ম জানা দরকার।
Published : 27 Jun 2018, 03:52 PM
ভারতের আর্বানক্ল্যাপ ডটকম’য়ের রূপ ও মেইকআপ বিশেষজ্ঞ ভাব্য শর্মা সুন্দর করে লিপ লাইনার ব্যবহারের উপায় সম্পর্কে জানান।
লিপ লাইনার নির্বাচন: ঠোঁটের রংয়ের সঙ্গে মানানসই লিপ লাইনার নির্বাচন করুন। এটা লিপস্টিকের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং বাড়তি বা কৃত্রিমভাব লাগে না।
ঠোঁটের বাইরে লাইন করা: উপরের ঠোঁটের মাঝ বরাবর অংশে ইংরেজি ‘এম’ আঁকুন। ঠোঁটের আসল আকারের উপরে হালকা করে লিপ লাইনার দিয়ে এঁকে নিন। তবে খেয়াল রাখবেন যেন বেশি বড় করে আঁকা না হয়।
নিচের ঠোঁট আঁকা: বড় করে হা করুন ও ঠোঁট শক্ত করুন। এরপর নিচের ঠোঁটের মাঝ বরাবর অংশ থেকে ঠোঁট আঁকা শুরু করুন।
ভরাট করা: ঠোঁট আঁকা শেষ হয়ে গেলে ঠোঁটের ভেতরের অংশ আঁকা শুরু করুন। পুরো ঠোঁট লিপ লাইনারের সাহায্যে ভরাট করে নিন।
ভালোভাবে মেশানো: ম্যাট লিপস্টিক পরতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করুন। চাইলে ঠোঁটে সামান্য গ্লস ব্যবহার করুন। আর যদি ঠোঁটে গাঢ় রং চান তাহলে একই শেইডের গাঢ় লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিকে নিখুঁতভাব আনতে ব্রাশের সাহায্যে লিপ লাইনার ও লিপস্টিক মিশিয়ে নিন। ঠোঁটের চারপাশ নিখুঁত দেখাতে টিস্যু বা তুলার কাঠি ব্যবহার করুন।
মমস্প্রেসো’র রূপ ও মেইকআপ বিশেষজ্ঞ সুপ্রতি বাত্রা আরও কিছু বিষয় সম্পর্কে জানান।
- মেইকআপে লিপ লাইনার একটি অত্যাবশ্যকীয় অংশ। লিপ লাইনার এড়িয়ে চলা বা না চলার কয়েকটি নির্দিষ্ট কারণ আছে।
- অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার আগেই যদি লিপস্টিক খেয়ে ফেলার সম্ভাবনা থাকে তাহলে লিপস্টিক ব্যবহারে লিপ লাইনার ব্যবহার করতে হবে।
- লিপ লাইনার ব্যবহার করে লিপস্টিক লাগালে তা আর ছড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে না।
- ঠোঁটের সঠিক আকার পেতে ও চেহারায় পরিষ্কার ভাব ফুটিয়ে তুলতে লিপ লাইনার ব্যবহার সবচেয়ে ভালো।
- ঠোঁটে ফোলা ও মোটাভাব আনতে লিপ লাইনার ব্যবহার করুন।
- সুন্দর ঠোঁট পেতে নিজের ঠোঁটের প্রকৃত আকারের উপরেই লিপ লাইনার ব্যবহার করতে পারেন। সুন্দর আকার পেতে উপর ও নিচ দুই ঠোঁটের সংযোগস্থল পর্যন্ত লিপ লাইনার ব্যবহার করে ঠোঁট একে নিন।
- লিপ লাইনার ব্যবহার ঠোঁটের লিপস্টিকের রং পরিবর্তন করা যায়। ভিন্ন রংয়ের লিপ লাইনার ও লিপস্টিক ঠোঁটে লাগিয়ে আলাদা একটা রং তৈরি করতে পারেন।
ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন