গরম থেকে ঘাম আর হুটহাট বৃষ্টি- দুইয়ে মিলে এই মৌসুমে চুল শুষ্ক রাখাই দায়। আর ভেজা চুল থেকে হতে পারে নানান সমস্যা।
Published : 11 Jun 2018, 03:06 PM
বেশ পরিপাটি হয়ে ঘর থেকে বের হলেও এই ঋতুতে ঘামের কারণে চুলের গোড়া ভিজে থাকে। আবার হঠাৎ বৃষ্টির কারণে চুলে লেগে থাকা পানি শুকাতেও সময় নেয়।
ফলাফল মাথায় গন্ধ হওয়া আর চুলের বারোটা বাজা।
তাই এই সময় চুলের যত্ন নেওয়ার কয়েকটি পন্থা জানানো হল রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে।
* নিয়মিত চুল পরিষ্কার করুন। আর্দ্রতার কারণে চুলে তেলের সৃষ্টি হয়, ফলে চুল গোড়া চিটচিটে হয়ে থাকে।
* মাথার ত্বক পরিষ্কার করতে অ্যান্টিব্যাকটেরিয়াল শ্যাম্পু ব্যবহার করুন। এই পণ্য ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করতে সাহায্য করে।
* বৃষ্টির পানি সাধারণত ময়লা ও ক্ষারীয় হয়। এর থেকে রক্ষা পেতে ‘প্রতিরক্ষামূলক পণ্য’ ব্যবহার করুন। যেমন- ‘হেয়ার প্রোটেক্টিভ স্প্রে’। এই ধরনের পণ্য চুল সুরক্ষিত রাখে। আর প্রতিরক্ষা স্তর তৈরি করে বৃষ্টির পানি থেকে রক্ষা করে।
* চুল ভেজা অবস্থা বাঁধবেন না। এটা চুলের ক্ষতি করে ও দুর্গন্ধের সৃষ্টি করে। চুলের সুগন্ধ নিশ্চিত করতে সুগন্ধি পণ্য, যেমন- ‘হেয়ার ডিওডোরাইজার স্প্রে’ ব্যবহার করতে পারেন।
* চুল যদি ভিজে যায় তাহলে তোয়ালের সাহায্যে ঘষে তা শুকানোর চেষ্টা করবেন না। এতে চুলের ক্ষতি হয়। তাই তোয়ালে দিয়ে ঘষার পরিবর্তে বরং পেঁচিয়ে বাড়তি পানি শুষে নিন।
* ভেজা চুল আগাফাটার জন্য দায়ী। তাই ভেজা অবস্থায় চুল না আঁচড়ানোই ভালো।
ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন-