চুলে ঢেউ খেলানোভাব আনতে

খুব সহজেই চুলে আনা যায় ঢেউ খেলানো কোঁকড়া ভাব।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2018, 10:11 AM
Updated : 5 June 2018, 10:11 AM
কোঁকড়া কিংবা ঢেউ- স্বাভাবিক চুলে এই ধরনের স্টাইল করতে চলতি ধারাটাও নজর দিতে হয়। বর্তমানে হালকা ঢেউ খেলানো বা নিচের দিকে হালকা কোঁকড়া হয়ে থাকা কেশসজ্জায় বেশ জনপ্রিয়।

এরকম স্টাইল পার্লারে নয়, নিজেই করতে পারেন। সেজন্য সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

* প্রথমেই চুল ভালোভাবে শুকিয়ে নিন। কারণ ভেজা চুলে ‘স্ট্রেইটনার’ ব্যবহার করা হলে তা চুলের ক্ষতি করে। এতে চুল পুড়ে যাওয়া ও আগা ফাটার সৃষ্টি হয়।

* চুলে তাপ দেওয়ার আগে তাপ নিরোধক স্প্রে ব্যবহার করে চুল আঁচড়ে নিন। চুলে যেন কোনো রকম জট বা গিঁট না থাকে সেদিকে খেয়াল রাখুন।

* এবার চুলকে তিনভাগে ভাগ করুন- উপরে, মাঝে ও নিচে। ভাগ গুলোকে ক্লিপ দিয়ে আটকে হেয়ার স্প্রে ব্যবহার করুন, যেন কোঁকড়াভাব দীর্ঘস্থায়ী হয়।

* নিচের ভাগ থেকে কোঁকড়া করা শুরু করুন। স্ট্রেইটনারে চুলের গোড়া থেকে আগার দিকে ধীর গতিতে পেঁচিয়ে নিন।

চুলে হালকা ঢেউ খেলানো ভাব আনতে একই সময়ে আরও কিছু ভাগ চুল নিয়ে হালকা পেঁচিয়ে নিতে পারেন। আর বেশি কোঁকড়ানোভাব চাইলে চুল ছোট ছোট ভাগে বিভক্ত করে নিন।  

* সুন্দর ঢেউ খেলানোভাব আনতে সবশেষে চুল আচঁড়ে নিন। এতে চুলে কৃত্রিমভাব দূর হয়ে স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠবে।

ছবির প্রতীকী মডেল: হৃদিমা মল্লিক। মেইকআপ: আহান রহমান। ছবি: কেএ রহমান।

আরও পড়ুন