ছোট বাসায় ছোট আসবাব রাখতে হবে এমন কোনো কথা নেই। বরং অল্প অনুষঙ্গেই সাজানো যায় সুন্দরভাবে।
Published : 30 May 2018, 01:05 PM
ছোট বাসা সাজানোর ব্যাপারে পরামর্শ দিয়েছেন ভারতের ‘আই’ম, দ্য সেন্টার ফর অ্যাপ্লাইড আর্টস’য়ের ক্রিয়েটিভ ডিরেক্টর পুনাম কালরা এবং ‘ইজহার’য়ের ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা রুচিতা বানসাল।
* ঘর ছোট হলে যে তার জন্য ছোট আসবাব কিনতে হবে এমন কোনো কথা নেই। বরং কম আসবাবের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
* ঘরের চারপাশের দরজা জানালা ফুলেল কিংবা ভারি পর্দা দিয়ে ঘিরে ফেলতে পারেন। ঘরের একটি অংশে একটি ছোট টেবিল-চেয়ার এমনভাবে বসাতে হবে যাতে তা পড়ার টেবিল কিংবা কম্পিউটার টেবিল দুই কাজই চলে। আবার ঘরে মেহমান আসলে তাকে বসতেও দেওয়া যায়।
* বাসায় নির্দিষ্ট ডাইনিং স্পেস না থাকলে ড্রইং রুমে সোফার মাঝখানে একটি মাঝারি আকারের টেবিল বসাতে পারেন, যা ডাইনিং টেবিল হিসেবেও কাজ করবে। সোফায় বসে খেতে না চাইলে পিঁড়ির ব্যবস্থাও রাখতে পারেন।
* আলমারি, ওয়ারড্রব ইত্যাদি আসবাব কেনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এক আসবাব দিয়ে যেন অন্যান্য আসবাবের যথাসম্ভব প্রয়োজন মেটানো যায়।
* ঘরের আকার অনুযায়ী নিজের মতো ছোট আসবাব বানিয়ে নিতে পারেন।
* শোবার ঘর ছোট হলে ড্রয়ারযুক্ত খাট, লম্বা আয়নাওয়ালা আলমারি, ছোট আলনাওয়ালা ওয়ারড্রব ইত্যাদি বেশ কার্যকর হবে।
এছাড়া শোবার ঘরের রং হতে পারে সাদা। যা ছোট ঘরকেও প্রস্থ দেখাবে।
* শিশুর শোবার ঘরে বসাতে পারেন বাঙ্ক বেড, স্পোর্ট থ্রো, বিছানা-বালিশের কার্টুন বসানো চাদর।
* ঘরের মেঝেতে বড় টাইল্স বসানোর মাধ্যমে চোখকে ঘরটিকে বড় মনে করার ধোকা দিতে পারেন। এছাড়াও বড় টাইল্স বসানো মেঝে পরিষ্কার করাও সহজ।
* দেয়ালে কাঁচের কেবিনেট বানিয়ে ঘরকে ভিন্ন চেহারা দিতে পারেন। এতে ঘর ছোট হলেও তা খোলামেলা মনে হবে, আর মেহমানের মনেও ছাপ রেখে যাবে।
* ছোট জায়গার জন্য শেল্ফ বা তাক ব্যবহার করলে কম পরিসরে বেশি জিনিস রাখা যায়। তাই ঘরের দেয়ালে নিজের প্রয়োজন মাফিক তাক বসিয়ে নিন। এতে দেয়ালের সৌন্দর্যও বাড়বে।
* হালকা রংয়ে আলো প্রতিফলিত হয়। ফলে জায়গা ছোট হলেও দেখতে বড় লাগে। দেয়ালের রং, আসবাস, বিছানার চাদর সবকিছুই হালকা রংয়ের ব্যবহার ঘরে নিয়ে আসবে খোলামেলা পরিবেশ।
ছবি: রয়টার্স।
আরও পড়ুন