হীরার গয়নার যত্ন

হীরকের রাজা আপনি হয়ত হতে পারেননি! তবে ঘরে যদি থাকে হীরার অলঙ্কার তাহলে এর যত্ন ও সংরক্ষণে জানা থাকা চাই সঠিক পন্থা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 11:20 AM
Updated : 27 May 2018, 11:20 AM
অনেক শখের মূল্যবান হীরার গহনা অসচেতনতা ও দূষণের প্রভাবে হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল গয়নাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

- ঘরের ময়লা পরিষ্কার বা রান্না ঘরে কাজ করার সময় হীরার অলঙ্কার পরা থেকে বিরত থাকুন। ধুলাবালির কণা গয়নায় আটকে যেতে পারে। 

- শুষ্ক ত্বকে ক্রিম ব্যবহারের সময় সতর্ক থাকুন। হীরার অলঙ্কার এসব ক্রিমের প্রভাবে বিবর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘস্থায়ী প্রভাব না রাখলেও ক্ষণিকের জন্য তা অলঙ্কারের উজ্জ্বলতা নষ্ট করে। 

- অতিরিক্ত তেল ও ময়লার কারণে অলঙ্কার থেকে পাথর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে কোনো পাথর আলগা হয়ে গেলে তা ঠিক করে নিন।  

- বাড়িতেই গয়না পরিষ্কার করতে চাইলে একটু সাবধান হন। পরিষ্কার করার সময় খুব বেশি ঘষামাজা করা যাবে না। হীরার গয়না পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হল সারা রাত সাবান-পানিতে ডুবিয়ে রেখে পরদিন সকালে পাতলা কাপড় দিয়ে ধুয়ে ফেলুন এবং ব্রাশ দিয়ে মুছে নিন।

- গয়না সংরক্ষণ করতে নরম টিসু পেঁচিয়ে রাখুন। টিসু পেপার আর্দ্রতা শুষে নেয়। ফলে বিবর্ণতার সমস্যা দেখা দেয় না।

আরও পড়ুন