ভ্রু ঘন করার চারটি তেল

স্বাভাবিকের চাইতে ভ্রু বেশি পাতলা? ঘন করার জন্য মাখতে পারেন বিভিন্ন তেল।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 07:13 AM
Updated : 16 May 2018, 07:26 AM

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘন ভ্রু পেতে চারটি তেলের গুণাগুণ সম্পর্কে জানা যায়। 

জলপাইয়ের তেল: এই তেল ভিটামিন ‘এ’ এবং ‘ই’ সমৃদ্ধ যা চুলের বৃদ্ধি করে। ভ্রু ঘন করতে কয়েক ফোঁটা এই তেল নিয়ে ভ্রু’র উপরে মালিশ করুন।

নারিকেল তেল: ভ্রু ঘন করতে সাহায্য করে এবং হাতের কাছেই পাওয়া যায়, এমন একটি তেল হল নারিকেল তেল। এটা ভ্রু’র চারপাশের ত্বক আর্দ্র রাখে, ফলে চুলের বৃদ্ধি ভালো হয়।

রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল লাগান এবং সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন। 

ক্যাস্টর তেল: ঘন ভ্রু পেতে এটা বেশ কার্যকর। এই তেল প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা চুলের মান ভালো রাখতে ও বৃদ্ধি দ্রুত করতে সাহায্য করে।

বি.দ্র:  খাঁটি ক্যাস্টর তেল অস্বস্তি তৈরি করতে পারে। তাই তেল ব্যবহারের আগে পরীক্ষা করে নেওয়া ভালো। 

কাঠবাদামের তেল: এই তেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ যা চুলের জন্যে বেশ উপকারী। কাঠবাদামের তেল ত্বক কোমল রাখে, ফলে চুলের গোড়া ভালো রেখে বৃদ্ধিতে সাহায্য করে।

এই তেল ভ্রুতে মালিশ করে ঘন্টা খানেক রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ছবির প্রতীকী মডেল: জেসমিন জুঁই। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন