রমজানের বিশেষ আয়োজনে লা মেরিডিয়ান

লা মেরিডিয়ান ঢাকা রমজানের বিশেষ বুফে ইফতার ও ডিনারের আয়োজন করেছে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 08:16 AM
Updated : 11 May 2018, 08:16 AM

এ আয়োজনের অংশ হিসেবে রমজানের পুরো মাসজুড়ে থাকছে ‘লাইভ ফুড স্টেশন’। ১৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) লা মেরিডিয়ান ঢাকার সিগনেচার রেস্টুরেন্ট- লেটেস্ট রেসিপি, ওলিয়া এবং ল্যাটিচুড টোয়েন্টি থ্রি’তে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পরিবেশন করা হবে। 

লেটেস্ট রেসিপি রেস্তোরাঁয় মাগরিবের সময় থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বুফে ইফতার ও ডিনারের আয়োজন থাকবে। এ বুফেতে জনপ্রতি খরচ পড়বে ৪ হাজার ১শ’ টাকা। সেহরির জন্য থাকছে রাত সাড়ে ১২টা থেকে ফজর আজান পর্যন্ত ‘বুফে সেহেরি’। এতে জনপ্রতি খরচ ১ হাজার ৯শ’ ৫০ টাকা। এছাড়াও, রমজানের বিশেষ ইফতার আয়োজনের সাথে প্রতিদিনের বুফের আয়োজনও থাকবে।

ওলিয়া রেস্তোরাঁয় মাগরিবের পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত লেভিস অ্যারাবিয়ান বুফে ইফতার ও ডিনারের আয়োজন থাকবে। জনপ্রতি এ বুফে ইফতার ও ডিনারে খরচ পড়বে ৩ হাজার ৯শ’ টাকা। এ বুফেতে শেফ মুনিরের তত্ত্বাবধানে থাকবে ‘অ্যারাবিক ক্যুইজিন’য়ের সমাহার। লা মেরিডিয়ান ঢাকার ব্যাংকোয়েট অফারে থাকছে রমজানের বিশেষ ইফতার প্যাকেজ। এ প্যাকেজটি জনপ্রতি নিম্নে ২ হাজার ২শ’ টাকা থেকে শুরু।

হোটেলটির ল্যাটিচুড টোয়েন্টি থ্রি রেস্তোরাঁ থেকে অতিথিরা চাইলে টেকঅ্যাওয়ে ইফতার বক্স নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে, বক্স প্রতি খরচ পড়বে  ১ হাজার ৯শ’ টাকা। এছাড়াও, টেকঅ্যাওয়ে আয়োজনে থাকছে রেশমি জিলাপি ও হালিম। প্রতি কেজি জিলাপির মূল্য ২ হাজার ২শ’ টাকা এবং হালিম প্রতি কেজি ১ হাজার ৫শ’ টাকা।

উপরের সব মূল্য ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য সেবা মূল্য ব্যতীত ধরা হয়েছে।

এছাড়া হোটেলের লবিতে সুসজ্জিত একটি স্টল থাকবে সুস্বাদু সব খাবারের আয়োজন। অতিথিরা এ স্টল থেকে বিকাল ৪টার পর খাবার কিনে নিতে পারবেন।

- বিজ্ঞপ্তি।