গরমে অল্পতেই রেগে যাওয়ার কারণ

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে মানসিক চাপ বাড়ার সম্পর্ক রয়েছে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 10:38 AM
Updated : 30 April 2018, 10:38 AM

আর এই তথ্য পাওয়া গিয়েছে পোল্যান্ডের গবেষক দলের একটি গবেষণায়।

গরমকালে আমরা সবাই বেশ অস্বস্তিতে ভুগি। অল্পতেই অনেক বেশি রাগও ওঠে। ক্ষুব্ধ থাকি। যার প্রধান কারণ তাপমাত্রা বাড়ার সঙ্গে মানসিক চাপও বাড়তে থাকে।

গবেষণা থেকে দেখা গেছে, ‘স্ট্রেস হরমোন’ শীতকালে কম থাকে এবং তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা বৃদ্ধি পায়। এটা স্বাস্থ্যের উপরেও প্রভাব রাখে। কারণ এই হরমোন লবণ, চিনি এমনকি শরীরের তরল সঞ্চালনেও সাহায্য করে।

পোল্যান্ডের ‘পোজনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস’য়ের প্যাথোসাইকোলজিস্ট ডা. ডোমিনিকা কানিকোস্কা, গরমের সময় শরীরে কর্টিসোলের মাত্রা বৃদ্ধির সম্পর্কে দেখে বিস্মিত হন।

তিনি বলেন, “এই ফলাফলগুলো প্রচলিত ধারণা- শীতকালে শরীরে ‘টোল’ জমা এবং গরমকালে তা মুছে যাওয়া বিষয়টির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।”

গবেষণার প্রাথমিক তথ্য অপরাধ পরিসংখ্যান এবং তা কীভাবে আবহাওয়ার সঙ্গে যুক্ত- সেখান থেকে গ্রহণ করা হয়েছিল। ফলাফলে দেখা যায়, গরম বাড়ার সঙ্গে অপরাধীদের হিংস্র আচরণের প্রবণতা বাড়ে।  

তাপমাত্রা উষ্ণ হওয়ার সঙ্গে হৃদস্পন্দন বৃদ্ধি, টেসটোস্টেরন সঙ্গে বিপাকের প্রতিক্রিয়া, স্নায়ুর সহানুভূতিশীল প্রক্রিয়াও জড়িত।

আরও পড়ুন