এলোমেলোতেও আকর্ষণীয়

পরিপাটি থাকার চেষ্টা তো সবসময়ই চলে। বরং এলোমেলি কিন্তু স্টাইলিশ দেখিয়ে সবার মাঝে নিজেকে আলাদা করে তুলতেই পারেন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 08:26 AM
Updated : 26 April 2018, 08:26 AM

সজ্জায় ভিন্ন ধাঁচ আনতে অগোছালো কিন্তু আকর্ষণীয় করার কয়েকটি পন্থা সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এখানে দেওয়া হল।

ম্যাট পণ্য ব্যবহার:
তরল প্রসাধনী ব্যবহারে ‘মেসি স্টাইল’য়ের মূল ধারা অনেকটা লোপ পায়। তাই ‘ম্যাট ক্লে’/ ওয়াক্স ব্যবহার করুন। নিজের সঙ্গে মানানসই প্রসাধনী বাছাইয়ের জন্য কয়েক ধরনের পণ্য আগে ব্যবহার করে দেখুন, কোনটা আপনার সঙ্গে বেশি মানানসই। প্রসাধনী নির্দিষ্ট দিকে না লাগিয়ে এলোমেলোভাবে ব্যবহার করুন এতে একটা এলোমেলোভাব থাকবে।    

মাসে একবার ট্রিম করুন: দৈর্ঘ্য যেমনই হোক, মাসে একবার ‘ট্রিম’ করুন। যা চুল সামলাতে সহজ করবে।

তোয়ালে ব্যবহার: ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে শুকানো হলে তা দেখতে ভালো লাগে, তাছাড়া এর মাধ্যমে চুলের প্রাকৃতিক গঠন ভালোভাবে বোঝা যায়। চুল গুছিয়ে রাখতে ড্রায়ারের তাপ একদম কমিয়ে নিন এবং আঙুলের সাহায্যে আঁচড়ে নিন। 

পাশ ছোট করে রাখুন: ঘনভাব আনতে চুলের পাশ ছেঁটে ছোট করে রাখুন। দুপাশে চুল ছোট থাকলে মাঝের অংশ দেখতে বেশ ঘন লাগে।

ছবির মডেল: আনিকা। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন