চিতই পিঠা

ঝাল অথবা মিষ্টির সঙ্গে খাওয়ার জন্য দারুণ পদ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 05:08 AM
Updated : 17 April 2018, 05:08 AM

রেসিপি দিয়েছেন প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার।

উপকরণ: ৩ কাপ আতপ/পোলাওয়ের চাল। আধা কাপ ভাত। দেড় কাপ পানি। ১ চা-চামচ লবণ।

পদ্ধতি: প্রথমে চাল পাঁচ-ছয় ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে মিহি করে পিষে নিন।

এবার আধা ঘন্টা ঢেকে রাখুন। তারপর চিতই পিঠার সাজ ভাল মতো গরম হলে চুলার আঁচ মাঝারি করে দিন।

বড় চামচে করে সাজে মিশ্রণ ঢেলে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিন। তারপর দেখুন পিঠা হয়েছে কিনা।

এবার খুন্তি দিয়ে একপাশ থেকে তুলে নিন।

তারপর মিষ্টি কিংবা ভর্তা বা মাংসের তরকারি অথবা দুধ-নারিকেল ও গুড় দিয়ে রান্না করেও পরিবেশন করতে পারেন।

আরও রেসিপি