রেসিপি- মাঠা

গরমে সতেজ অনুভূতি পেতে সহজেই তৈরি করুন এই পানীয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 08:15 AM
Updated : 10 April 2018, 08:15 AM

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী তাসনুভা মাহমুদ নওরিন।

উপকরণ: টক দই আধা কাপ। ঠাণ্ডা পানি দেড় কাপ। চিনি ৩ টেবিল-চামচ বা স্বাদ মতো। বিট লবণ ১/৮ চা-চামচ। লেবু ২টি মাঝারি আকারের বা স্বাদমতো।

পদ্ধতি: পানিতে টক দই ফেটে এতে লেবুর রস, বিট লবণ, চিনি এবং লেবুর খোসা দিয়ে চামচ বা কোনো হুইক্স দিয়ে ফেটে নিন।

সবকিছু ঠিক থাকলে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন। চাইলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করতে পারবেন। এক্ষেত্রে পরিবেশনের আগে আবার একটু মিশিয়ে নিতে হবে।

ব্যাস মাঠা রেডি। যারা ওজন কমানোর প্রক্রিয়ায় আছেন তারা চিনি বাদ দিয়ে তৈরি করতে পারেন। আর ‘লো ফ্যাট’ টক দই ব্যবহার করতে পারেন।

 

নোট- মাঠা ব্লেন্ডারে দিয়ে মিক্স করা যাবে না। হাতেই কোনো চামচ বা হুইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে।

আরও রেসিপি