কন্ডিশনার ব্যবহারের সঠিক পন্থা

দীর্ঘদিন কন্ডিশনার ব্যবহার করার পরেও চুল নির্জীব থাকলে বুঝতে হবে কোথাও একটা ভুল হচ্ছে।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 08:02 AM
Updated : 4 April 2018, 08:02 AM

চুলে কোমলভাব আনতে ‘হেয়ার কন্ডিশনার’ ব্যবহার করা হয়। তবে সঠিকভাবে ব্যবহার না করলে সেটা থেকে কোনো ফল পাওয়া যাবেনা।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কন্ডিশনার ব্যবহারের খুঁটিনাটি কয়েকটি বিষয় এখানে দেওয়া হল। 

* চুলে কন্ডিশনার ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন যে ভালো ভাবে শ্যাম্পু ধুয়ে নিয়েছেন।

* কয়েন বা পয়সার সমান কন্ডিশনার দুই তালুতে ঘষে নিন তারপর আঙ্গুলের সাহায্যে তা সম্পূর্ণ চুলে লাগান।  

* চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ধীরে ধীরে কন্ডিশনার মালিশ করুন।

* তবে খেয়াল রাখবেন মাথার ত্বকে যেন কন্ডিশনার না লাগে। কন্ডিশনার কেবল চুলে ব্যবহারের উপযোগী। মাথার ত্বকের জন্য না।

* কন্ডিশনার সেট হওয়ার জন্য অপেক্ষা করুন। সাধারণত, কন্ডিশনার ব্যবহার করার পরেও উপকার না পাওয়ার অন্যতম কারণ হল- কন্ডিশনার লাগানোর সঙ্গে সঙ্গেই তা ধুয়ে ফেলা। 

* সবশেষে ঠাণ্ডা পানি দিয়ে কন্ডিশনার ধুয়ে ফেলুন। চুল মসৃণ ও কোমল অনুভূত না হওয়া পর্যন্ত তা ধুতে থাকুন।

ছবির প্রতীকী মডেল: বন্যা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন