নব আনন্দে বৈশাখ ১৪২৫

ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অফ বাংলাদেশের আয়োজনে দুই দিনের এই মেলায় ছিল দেশের বিভিন্ন স্বনামধন্য ডিজাইনারের তৈরি পোশাকের পসরা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 08:43 AM
Updated : 3 April 2018, 08:43 AM

৩১ মার্চ ও ১ এপ্রিল গুলশান ২ নম্বরের ৫১ নম্বর রোডে খাজানা গার্ডেনিয়া ব্যানকুয়েট হল’য়ে হয়ে গেলো অগ্রীম বৈশাখী আয়োজন ‘নব আনন্দে বৈশাখ ১৪২৫’।

হলের দ্বিতীয় তলায় চলছিল প্রদর্শনী। ঘরের চারপাশে ডিজাইনারদের স্টল আর মাঝখানে ছিল ফ্যাশন শো’র মঞ্চ। যেসব ডিজাইনারের স্টল ছিল তারা হলেন- রুপু শামস, মারিয়া সুলতানা, ফারাহ আনজুম বারি, নওশাদ খায়ের, বিপ্লব সাহা, মাহিন খান, কুহু, চন্দনা দেওয়ান, লিপি খন্দকার এবং শাহরুখ আমিন।

শাড়ি, সালোয়ার কামিজ, থ্রি পিস, ওড়না, ফতুয়া ইত্যাদি সবই ছিল এই আয়োজনে। উপস্থিত ছিলেন ডিজাইনাররাও। প্রধান ফটকের ভেতরে হাতের ডানে ছিল ‘ফগ’ ও ‘ওসুম’ পারফিউমের স্টল। আর মাঝখানের মঞ্চে ছিল বিভিন্ন ঘর সাজানোর উপকরণের আয়োজন।

মেলার বাইরে ছিল কাচের চুড়ি আর খাবারের স্টল।