সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে পা বাঁচাতে ভুলবেন না। নিয়মিত পেডিকিউর করার পাশাপাশি সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। আর নখের শ্বাস নেওয়ার জন্য নেইলপলিশ তুলে ফেলাও জরুরি।
Published : 25 Mar 2018, 03:04 PM
‘দি বডি শপ ইন্ডিয়া’র প্রধান প্রশিক্ষক শিখা আগারওয়াল এবং ‘কালার মি ম্যাড’য়ের সহকারী প্রতিষ্ঠাতা ত্রিশলা এবং রাজীব সুরানা পায়ের যত্নে কয়েকটি উপায় দিয়েছেন।
* পায়ের মৃতকোষ ও গোড়ালির শক্ত চামড়া থেকে মুক্তি পেতে পেডিকিউর করুন। পায়ের যত্নে এটা বেশ গুরুত্বপূর্ণ। নিয়মিত পেডিকিউর করা বা স্ক্রাব দিয়ে পরিষ্কার করা ও সুগন্ধির জন্য পায়ে ক্রিম লাগানো ইত্যাদি পা সুন্দর রাখতে সাহায্য করে।
হালকা গরম পানিতে বেইকিং সোডা মিশিয়ে তাতে ১৫ মিনিট পা ডুবিয়ে রাখুন। এটা পা পরিষ্কার করতে ও দুর্গন্ধ দূর করে সতেজভাব আনতে সাহায্য করে।
* নখের এক কোণ থেকে মৃতকোষ উঠিয়ে নিন। এবং আর্দ্রতা ধরে রাখতে কাঠবাদামের তেল ব্যবহার করুন।
* নখকে শ্বাস নিতে দিন, এতে নখের বিবর্ণভাব দূর হবে। গাঢ় রংয়ের নেইলপলিশ পছন্দ করে থাকলে এই বিষয়ে খেয়াল রাখা জরুরি।
* পা ঘামার সমস্যা ঠিক করতে ‘অ্যান্টিব্যাকটেরিয়াল ফুট ওয়াশ’ ব্যবহার করুন। এটা পায়ের দুর্গন্ধও দূর করবে। পায়ের উপর চাপ কমাতে ও সতেজ অনুভবের জন্য পুদিনার ফুট স্প্রে ব্যবহার করুন।
যদি পা বন্ধ জুত পরেন তাহলে নিয়মিত মোজা পরিবর্তন করুন। আরেকটি বিষয়, দিনে কয়েকবার পা ধোয়া দরকার। এটা পা ভালো ও সুন্দর রাখে এবং পায়ে সতেজ অনুভূতি দেয়।
* শুধু গোড়ালিতে নয় বরং পুরো পায়েই সানস্ক্রিন লাগান। এটা কেবল পা সুরক্ষিতই না বরং প্রোটিনের তৈরি নখ সুরক্ষিত রাখে যা সুর্যে অরক্ষিত অবস্থায় থাকে।
* শ্বাস নিতে পারে এমন উপাদানের জুতা পরুন। যেমন- চামড়া, কর্ক এবং ক্যানভাস অথবা অন্য কোনো উপাদানে তৈরি পাদুকা, যা বাতাস চলাচলে সাহায্য করে আপনাকে সতেজ রাখে।
* পায়ে যদি রোদপোড়া-ভাব দেখা দেয় তাহলে অ্যালৌ ভেরা সমৃদ্ধ লোশন বা জেল ব্যবহারে আরাম অনুভব হবে।
ছবি: নায়েম মুনাস। সৌজন্যে: ইমাজিন ইট।
আরও পড়ুন