দক্ষিণ এশীয় জ্যোতিষ সম্মেলন

২৩ ও ২৪ মার্চ, সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী দক্ষিণ এশীয় জ্যোতিষ সম্মেলন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2018, 06:49 AM
Updated : 23 March 2018, 08:15 AM

বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির সিলেট বিভাগীয় শাখা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যৌথ উদ্যোগে সিলেটের তালতলায় অবস্থিত হোটেল হিল টাউনে এ সম্মেলন আয়োহন করা হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশ থেকে জ্যোতিষিরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

সম্মেলনের উদ্বোধন করবেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।

সম্মেলন উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও নবগঠিত ময়মনসিংহ বিভাগে চলছে সম্মেলনকেন্দ্রিক প্রস্তুতি। দেশের যে কোনো স্থানে জ্যোতিষশাস্ত্র চর্চা করেন এমন যে কেউ বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির আজীবন সদস্য হওয়া সাপেক্ষে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির চেয়ারম্যান ও এশিয়ান অ্যাস্ট্রলজার্স কংগ্রেসের প্রেসিডেন্ট মহর্ষি ড. মুহম্মদ আনিসুল হক।

সম্মেলনে মানব কল্যানে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা হবে।

২৪ মার্চ বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রলজি থেকে ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন সিলেট বিভাগীয় সভাপতি এস এম রাকিব হাসান ০১৭২৬৫৩৫৪৭৬, মহাসচিব চিন্ময় চৌধুরী মিথুন ০১৭১২১২৪৮৯২।

- বিজ্ঞপ্তি।