পাশ্চাত্য পোশাকে সঙ্গে দেশীয় গয়না পরতে

পাশ্চাত্য ঢংয়ের পোশাকের সঙ্গে দেশীয় নকশার গয়নার সংমিশ্রণ ফ্যাশনে নিয়ে আসতে পারে ভিন্নতা।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2018, 12:10 PM
Updated : 22 March 2018, 12:10 PM

তবে এই মিশ্র ফ্যাশনের জন্য কয়েকটা পন্থা জানা থাকলে নিজেকে সবার থেকে আলাদা হিসেবে উপস্থাপন করতে পারবেন। ভারতের ‘বাওয়া জুয়েলারি’র নকশাকর-সিইও গৌরভ বাওয়া এবং ‘মোতিওয়ালা’ প্রতিষ্ঠানের পরিচালক ও শৈলী বিভাগের প্রধান কুনওয়ার সাহিব সিং সেই কৌশলই জানিয়েছেন।

* ভারতীয় জেমস পাথরের গয়না হয় বিভিন্ন রংয়ের। যেকোনো সাদা পোশাকের সঙ্গে এই ধরনের গয়না নিয়ে আসবে পরিশীলিত ভাব।

* মুক্তা ও সোনার সংমিশ্রণে তৈরি লম্বা এবং ‘মাল্টি লেয়ার্ড’ গলার হার লম্বা কালো ড্রেসের সঙ্গে পরলে দেবে আভিজাত্যের পরশ।

* ছোট ঝুমকা বা ঝোলানো সোনার কানের দুল পাশ্চাত্য পোশাকের সঙ্গে হতে পারে দারুণ শিল্পকর্ম। যেমন ‘টাক্সিডো জাম্পসুট’য়ের সঙ্গে ছোট ঝুমকা সাজে নিয়ে আসবে অনন্যপরতা।

* খাটো বা ছেঁড়াফাঁটা জিন্সের সঙ্গে চিকন চেইনের রুপালি নুপূর দারুণ মানানসই। এটা আপনাকে দিতে পারে ‘কুল লুক’। এই ধরনের রুপালি নুপূর সাধারণ এবং আনুষ্ঠানিক দুই ক্ষেত্রেই যায়।

* কাঁধ খোলা পোশাক যদি পরেন তবে বেছে নিতে পারেন ঐতিহ্যবাহী নকশায় তৈরি চকার। যে কোনো পাশ্চাত্য পোশাকের সঙ্গে এই ভারতীয় নকশার গয়না সুন্দর সমন্বয় ঘটাতে পারে। বিশেষ করে চকারে যদি মুক্তা বসানো থাকে।

* নোজ পিন বা নাকফুল এই সময়ের চলতি ফ্যাশন। পাশ্চাত্য পোশাকের সঙ্গে এই গয়না দেবে এক চিমটি সৌন্দর্য। জিন্স ও টি-শার্টের সঙ্গে চিকন অ্যান্টিক নকশার নাকফুল ফ্যাশনের জন্য সত্যিই দারুণ।

ছবি সৌজন্যে: লা রিভ।

আরও পড়ুন