ফরাসি খাদ্যোৎসব

ফরাসি খাদ্যের বৈচিত্র্য প্রদর্শণ করতে লা মেরিডিয়ান ঢাকা, আয়োজন করছে ‘গ্য দ্য ফ্রান্স’ তথা ‘গুড ফ্রান্স খাদ্যোৎসব।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 08:13 AM
Updated : 20 March 2018, 08:13 AM

ঢাকার ফ্রান্স দূতাবাসের সঙ্গে পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা, যৌথ উদ্যেগে আয়োজিত হচ্ছে এই উৎসব। প্রত্যেক বছরের মতো এবারও ২১ মার্চ লা মেরিডিয়ান ঢাকা’র নতুন রেসিপি’তে বিশেষ ফরাসি খাবার পরিবেশন করা হবে।

‘গ্য দ্য ফ্রান্স’ একটি বার্ষিক অনুষ্ঠান যার লক্ষ্যই হলো, ফরাসি রন্ধনশৈলীর পরিচিতি বাড়ানো।

২০১০ সালে এটি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিশেষ মর্যাদা লাভ করে। ২০১৫ সাল থেকে গোটা বিশ্বের নানা প্রান্তের রন্ধনশিল্পীরা এই উৎসবে নানান স্বাদের ফরাসি খাবার অতিথিদের আপ্যায়ন করে থাকেন।

বিশেষ এই আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বোর্ডিন।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে গ্য দ্য ফ্রান্স চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অনিয়ন সুপ, সালাদ লিঁওর মতো নানান মজাদার ও বিচিত্র ডিনারের অভিজ্ঞতা নিতে প্রতিজনের খরচ হবে মাত্র ৩৯০০ (অন্যান্য সেবা মূল্য বাদে)টাকা।

বুকিং ও গ্য দ্য ফ্রান্স ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে +৮৮০১৯৯০৯০০৯০০ অথবা +৮৮০১৭৬৬৬৭৩৪৪৩ এই নম্বরে।

-বিজ্ঞপ্তি।