কৃত্রিম চোখের পাপড়ি পরিষ্কারের উপায়

চোখের সাজে কৃত্রিম পাপড়ির ব্যবহার বেশ প্রচলিত। উন্নত মান ও প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখবে এমন নকল পাপড়ি বেশ ব্যয়বহুল। তাই একটু যত্নসহকারে তা সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত তা ব্যবহার করা যাবে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2018, 09:24 AM
Updated : 9 March 2018, 09:24 AM

সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে কৃত্রিম পাপড়ি সংরক্ষণ করার উপায় সম্পর্কে জানা যায়।

পদ্ধতি ১

প্রয়োজনীয় উপাদান- তুলার মেইকআপ প্যাড, নারিকেল তেল, কটন সোয়াব বা তুলা লাগানো কাঠি, চিমটা। 

তুলার প্যাডয়ের উপর ল্যাশ অর্থাৎ কৃত্রিম পাপড়িটি নিন। তুলার কাঠিটি তেলে ডুবান, তুলা তেল শুষে নেবে। তুলার প্যাডের উপরে চিমটা দিয়ে ল্যাশটি ধরুন তারপর তেলে ভেজানো তুলার কাঠিটি দিয়ে পরিষ্কার না হওয়া পর্যন্ত মুছতে থাকুন।   

পরিষ্কার হয়ে গেলে টিস্যুর সাহায্যে বাড়তি তেল মুছে নিন। সঠিক বক্সে তা সংরক্ষণ করুন। এতে পাপড়িটির আকার ঠিক থাকবে।

পদ্ধতি ২

প্রয়োজনীয় উপাদান- তুলার মেইক-আপ প্যাড, আই মেইকআপ রিমুভার, চিমটা।

মেইকআপ রিমুভার চোখের সাজ তোলার মতোই কৃত্রিম চোখের পাপড়ি পরিষ্কার করতে সাহায্য করে।

দুইটি তুলার প্যাড মেইকআপ রিমুভারে ডুবিয়ে তার মাঝখানে ৩০ সেকেন্ড ল্যাশটি রাখুন। তারপর একটা চিমটার সাহায্যে ল্যাশের গায়ে লেগে থাকা আঠা তুলে নিন। আরেকটি তুলার প্যাড মেইকআপ রিমুভারে ডুবিয়ে তা দিয়ে পাপড়িটি ভালোভাবে মুছে বাক্সে সংরক্ষণ করুন। 

এইভাবে কৃত্রিম চোখের পাপড়ি পরিষ্কার করে একাধিকবার ব্যবহার করা যায়।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন