রং খেলার পর নখের যত্ন

যে কোনো অনুষ্ঠান পার্বণে রং খেলার পর ত্বক থেকে রংয়ের দাগ ওঠানো গেলেও বর্ণিল হয়ে যাওয়া নখ স্বাভাবিক করতে চাই বাড়তি যত্ন।  

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 08:29 AM
Updated : 4 March 2018, 08:29 AM

ম্যানিকিউর করানোর পরও যদি নখে রং থেকে যায় তবে কয়েকটি কৌশল অবলম্বন করা যেতে পারে। রূপচর্চাবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে নখ থেকে রং দূর করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

স্ক্রাব: নেইল পলিশ রিমুভারকে স্ক্রাব হিসেবে ব্যবহার করে নখ থেকে রং তুলতে পারেন। আবার সাবান ও পানি দিয়ে হাত ধুলে রং দূর হবে। লবণ মেশানো কুসুম গরম পানিতে কিছুক্ষণ নখ ডুবিয়ে রাখলেও বাড়তি রং ধুয়ে যাবে।

ম্যানিকিউর: রং খেলার পর নখের যত্ন নিতে ম্যানিকিউর করা যাবে না, কমপক্ষে তিন থেকে চার দিন সময় পার করে তারপর ম্যানিকিউর করা যেতে পারে। আবার ম্যানিকিউর করার পরপরই নেইল পলিশ ব্যবহার করা উচিত হবে না। কারণ এতে নখ পর্যাপ্ত আলো-বাতাস পাবে না, ফলে হলদে হয়ে থাকবে।

লেবুর রস: লেবুর রস নখে মাখতে হবে কমপক্ষে ১৪ দিন। এতে থাকা সিট্রিক অ্যাসিড রং তুলে নখ পরিষ্কার রাখবে।

ভিনিগার: এক বাটি স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভিনিগার মিশিয়ে তাতে নখ ডুবিয়ে রাখতে পারেন আধা ঘণ্টা। যদি রং না যায় তবে পুরো পদ্ধতিটি নতুন করে অনুসরণ করতে হবে।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন