হিল জুতা আরামদায়ক করতে

ফ্যাশন করতে গিয়ে উঁচু হিলের জুতা পরে গোড়ালিতে ব্যথা হতেই পারে। কিছু কৌশল অবলম্বন করে উঁচু জুতাকেও আরামদায়ক করা যায়।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2018, 11:32 AM
Updated : 1 March 2018, 07:51 AM

সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে জুতা নিয়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে হিল জুতা আরামদায়ক করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

পা ঠিক রাখা: যদি নতুন হিল পরা শুরু করেন তাহলে ‘প্লাটফর্ম’ দিয়ে যাত্রা শুরু করুন। যদি স্টাইলেটটস শুরু করতে চান তাহলে পা’কে প্রস্তুত করার জন্য সময় নিন। বাইরে যাওয়ার আগে পায়ের তৃতীয় ও চতুর্থ আঙ্গুলে স্বচ্ছ টেপ ব্যবহার করুন। এটা গোড়ালির গোল অংশের চাপ রোধ করবে।

ঘাম: আর্দ্রতার কারণে গোড়ালি পিচ্ছিল হয়ে পা ফস্কে পড়ে যেতে পারে। এ সমস্যা এড়াতে পায়ে ঘাম রোধক অথবা বেবি পাউডার ব্যবহার করুন।

স্যান্ড পেপার: পিছলে পড়া রোধে অতিরিক্ত ‘গ্রিপ’ বাড়াতে বিশেষ করে নতুন জুতার সোলে স্যান্ডপেপার ব্যবহার করুন।   

প্রসারিত করা: মোটা উলের মোজা বা কাপড় জুতার ভেতরে গুঁজে নিন। এরপর হেয়ার ড্রায়ারের সাহায্যে আঘাত লাগে এমন জায়গাটা সেট করে নিন।

পায়ের জন্য কুশন: আরামের জন্য গোড়ালির নিচে শুকতলি বা তুলার বল রাখুন।

বিরতি দেওয়া: নতুন জুতা আগে বাসায় পরে দেখুন। হিল পরার মূল সূত্র হল- এক টানা দুদিনের বেশি কখনই হিল পরা ঠিক নয়।

ছবি: নয়ন কুমার।

আরও পড়ুন