সুজির নারিকেলি পাকন

মজার পিঠার স্বাদে জমবে আড্ডা গানে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 07:03 AM
Updated : 23 Feb 2018, 04:41 PM

রেসেপি দিয়েছেন প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ফারহা সামিন।

উপকরণ:
তরল দুধ ২ কাপ। সুজি ১ কাপ। লবণ এক চিমটি। নারিকেল কোরানো ১/৪ কাপ। ময়দা ১/৩ কাপ, বেইকিং পাউডার আধা চা-চামচ। ঘি ২ টেবিল-চামচ। তেল ভাজার জন্য।

চিনির সিরাপ: পানি ২ কাপ, চিনি দেড় কাপ। এলাচ ২টি। দারুচিনি ১টি।

পদ্ধতি: দুধ গরম করে নারিকেল ও লবণ দিয়ে দিন। তারপর সুজি দিয়ে চুলার আঁচ কমিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। যখন শুকিয়ে আসবে তখন ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এখন মিশ্রণটি একটি বাটিতে নিয়ে বেইকিং পাউডার ও ঘি দিয়ে ভালো করে মেখে নিন।

এর মধ্যে চিনির সিরাপ তৈরি করে রাখুন। হাতে একটু তেল মেখে অল্প একটু মিশ্রণ নিয়ে পছন্দ মতো আকারে পিঠা তৈরি করুন। ইচ্ছে করলে ডিজাইন করা ছাঁচ দিয়েও পিঠাগুলো বানাতে পারেন।

এখানে হাত দিয়ে গড়ে চামচ দিয়ে ডিজাইন করা হয়েছে। তেল গরম করে পিঠাগুলো বাদামি করে ভেজে পেপার টাওয়েলের উপর পাঁচ মিনিট রেখে কুসুম গরম চিনির সিরাপে সারা-রাত ভিজিয়ে ফ্রিজে রাখুন।

তারপর পরিবেশন করুন দারুন মজার সুজির নারকেলি পাকন।

আরও রেসিপি