পোশাকে ভাষার ছোঁয়া

ইনফিনিটি এবং রঙ বাংলাদেশ’য়ের একুশের আয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 11:00 AM
Updated : 23 Feb 2018, 06:37 AM

ইনফিনিটিতে একুশের পোশাক

একুশের ভাবনার সঙ্গে মিল রেখে পোশাক তৈরি করেছে এই পোশাক প্রতিষ্ঠান। পোশাকে ব্যবহূত রং, কাপড়, ডিজাইন— সবকিছুতেই রয়েছে ভাষা আন্দোলনের চেতনা। পাওয়া যাচ্ছে ছেলেদের নানা রংয়ের টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, চাদর এবং মেয়েদের ফতুয়া, টপস, সালোয়ার-কামিজ ও শাড়ি। শিশুদের জন্যও রয়েছে নানা আয়োজন।

রঙ বাংলাদেশের পোশাকে বর্ণমালা

ভাষার মাসের বিশেষ রঙ হিসাবে সাদা আর কালোর সঙ্গে এ বছর তাদের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে ছাই রঙ এবং অফ হোয়াইট।

আছে পুরুষ আর মেয়েদের ট্র্যাডিশানাল ও পাশ্চাত্য পোশাক। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, মেশিন ও হ্যান্ড এমব্রডারিতে করা হয়েছে জমিন অলংকরণ। এই ম্যধমগুলোতে ভ্যালু এডিশনের পর প্রতিটি পোশাকের ডিজাইনকে মাত্রা দেয়ার চেষ্টা করা হয়েছে নানা অনুষঙ্গের সন্নিবেশে।

আছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, টপস, আনস্টিচ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ। জমিন অলঙ্করণে ব্যবহৃত হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ,প্যাচওয়ার্ক।

ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, পায়জাম, ফুলহাতা ও হাফহাতা শাট, টি-শার্ট, পোলো-শার্র্ট, উত্তরীয়।