ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী করার উপায়

ফাউন্ডেশন গলে যাওয়া বা ঘন্টা খানেকের মধ্যেই মিলিয়ে যাওয়ার সমস্যা সত্যি বিরক্তিকর। ভালো মানের ফাউন্ডেশন কেনার পরও যদি এই সমস্যা হয় তাহলে বুঝতে হবে আপনি হয়ত ঠিকভাবে তা ব্যবহার করছেন না।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 08:58 AM
Updated : 19 Feb 2018, 08:58 AM

সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী করার কয়েকটি উপায় এখানে দেওয়া হল।

ময়েশ্চারাইজার: মুখের ত্বকে যে কোনো কিছু ব্যবহারের আগে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে। শুষ্ক ত্বকে ফাউন্ডেশন জমাট বেঁধে যায় এবং দেখতে অসামঞ্জস্যপূর্ণ লাগে।

প্রাইমার: প্রাইমার ব্যবহারে মেইকআপের বেইজ মসৃণ হয়। উন্নত মানের প্রাইমারের ব্যবহার ফাউন্ডেশন ভালোভাবে বসাতে এবং লোমকূপের ছিদ্র কমাতে সাহায্য করে।  

সরঞ্জাম ব্যবহার করা: হাতের পরিবর্তে ‘বিউটি ব্লেন্ডার’ অথবা ব্রাশ ব্যবহার করুন। এতে প্রসাধনী ভালোভাবে ত্বকের সঙ্গে মিশে যায় এবং দীর্ঘস্থায়ী হয়।

পাউডার ব্যবহার: যদি তরল ফাউন্ডেশন ব্যবহার করেন তাহলে অবশ্যই পাউডার দিয়ে মেইক-আপ সেট করে নেবেন। চাইলে স্বচ্ছ পাউডার ব্যবহার করে ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী করে নিতে পারেন।

মেইকাআপ: বিন্দিয়া বিউটি পার্লার। মডেল: জাকিয়া উর্মি। আলোকচিত্র: ঋতিকা আলী।

আরও পড়ুন