অ্যাকুরিয়াম ডেজার্ট

মিষ্টান্নতে ভিন্নতা, দর্শনে নান্দনিক।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2018, 06:57 AM
Updated : 11 Feb 2018, 06:57 AM

রেসেপি দিয়েছেন প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ফারহা সামিন।

উপকরণ: চায়না গ্রাস/আগার আগার-১০ গ্রাম। পানি আধা কাপ। নীল খাওয়ার1 রং- পরিমাণ মতো। ডাবের পানি- ১ লিটার। চিনি স্বাদ অনুযায়ী। ফল- সাজানোর জন্য।

পদ্ধতি: একটি সস প্যানে ডাবের পানি, চিনি ও রং মিশিয়ে জ্বাল দিন। বেশি ফুটানোর দরকার নেই।

তারপর একটি কাপে আধা কাপ গরম পানি দিয়ে চায়না গ্রাস/আগার আগার গলিয়ে ডাবের পানির সাথে ভালো করে মিশিয়ে নিন।

এখন একটি পুডিং ডিশে ঢেলে ঠাণ্ডা করুন। তারপর ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করুন।

* এখানে ডেজার্টের ভিতরে কিউই ফল ও ডাবের সাদা অংশ দিয়ে মাছ এবং পার্সলে পাতা ব্যবহার করে ঘাস হিসেবে সাজানো হয়েছে। এগুলো ডেজার্ট জমার আগে ব্যবহার করা হয়েছে।

আর বাইরের দিকে মানে উপরে ডেজার্ট জমার পর সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে আনার, ডাবের সাদা অংশ ও বিস্কুটের গুঁড়া।

আরও রেসিপি