যে কারণে আগরবাতির ধোঁয়ার ক্ষতিকর

বাংলাদেশ, ভারত, চীনসহ বিশ্বের বহু দেশেই ধর্মীয় অনুষ্ঠানে আগরবাতি ব্যবহার করা হয়। এর সুবাস মানসিক প্রশান্তি দিলেও, ধোঁয়াতে রয়েছে ক্ষতিকর দিক।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2018, 11:56 AM
Updated : 2 Feb 2018, 11:56 AM
২০১৫ সালের চীনাদের গবেষণায় দেখা গেছে, আগরবাতিতে আগুন ধরানোর পর এর থেকে বের হওয়া ধোঁয়ার মাধ্যমে বাতাসে মেশে অত্যন্ত ক্ষুদ্র কিছু কণা। আর এই ক্ষুদ্র কণাগুলো বিষাক্ত যা শরীরের কোষের ক্ষতি করে।

জীনগত পরিবর্তন: গবেষণাটি বলছে, ঘন ধোঁয়ায় থাকে তিন ধরনের বিষাক্ত উপাদান যা ক্যান্সারের কারণ। এগুলো হল ‘মিইটেজেনিক’, ‘জিনোটক্সিক’ এবং ‘সাইটোটক্সিক’। অর্থাৎ, আগরবাতির ধোঁয়াও মানবদেহে জীনগত পরিবর্তন আনতে পারে, যা ক্যান্সার ও ফুসফুসের অন্যান্য রোগের জন্য দায়ী। 

প্রতিক্রিয়া: আগরবাতির ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে ভেতরে গেলে তা ফুসফুসে আটকে যায়। আর ধোঁয়ায় থাকা ক্ষুদ্রকণায় থাকতে চৌষট্টিরও বেশি ধরনের যৌগিক পদার্থ। যা শ্বাসনালীতে সমস্যা সৃষ্টি করে।

এক্সট্রা ফাইন পার্টিকল: আগরবাতিতে থাকা এ ধরনের উপাদানগুলোও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়াও সুগন্ধি এই পণ্যের কৃত্রিম সুগন্ধিও ক্ষতিকর।

আরও পড়ুন