বসন্তের পোশাক

রঙ বাংলাদেশ এবং কে ক্রাফটের পোশাকের আয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2018, 11:35 AM
Updated : 2 Feb 2018, 11:35 AM

রঙ বাংলাদেশ’য়ের পোশাকে ফাল্গুন

ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ পহেলা ফাল্গুন উপলক্ষ্যে সাজিয়েছে বিশেষ ফাল্গুল সংগ্রহ। বাসন্তি, সোনালি, সবুজ ও নীল রংয়ে  উজ্জ্বল হয়েছে প্রতিটি ফাল্গুনের পোশাক।

মূলত ঐতিহ্যবাহী পোশাকই থাকছে এই আয়োজনে। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, টপস, আনস্টিচ, সিঙ্গেল ওড়না ও ব্লাউজ। জমিন অলঙ্করণে ব্যবহৃত হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ, প্যাচওয়ার্ক।

ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, পায়জামা, ফুলহাতা, হাফহাতা শার্ট, টি-শার্ট ও পোলো-শার্র্ট।

বড়দের পাশাপাশি রয়েছে শিশুদের ফাল্গুনের পোশাক। এই সংগ্রহে রয়েছে ফ্রক, লং-স্কার্ট-টপস, পাঞ্জাবি, ধুতি, ফুলহাতা ও হাফহাতা শাট, টি-শার্ট, পোলো-শার্র্ট।

- বিজ্ঞপ্তি।

বসন্ত ভালোবাসায় কে ক্রাফট

বসন্ত ভালোবাসার এই আয়োজনে থাকছে নতুন ডিজাইনের পোশাক। পোশাকে থাকছে বসন্তের ছোঁয়া ও ভালোলাগার অনুভূতি। এছাড়া যুগল পোশাক, ফ্যামিলি পোশাকের রয়েছে বিশেষ সম্ভার।

সময় ও পরিবেশ অনুযায়ী পোশাকে রয়েছে ট্রাডিশন ও ট্রেন্ডসের সমন্বয়।

উৎসবের উজ্জ্বল রং, ফ্লোরাল মোটিফ, জ্যামিতিক নকশা, কাপড়ের ভিন্নতা, সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ, কটি-কামিজ, কুর্তি, লং কুর্তি, সিঙ্গেল কামিজ, কটি-কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, কটি, স্কার্ট-টপ্স। এছাড়াও শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি/টপস্, পাঞ্জাবী, কটি-কামিজ ইত্যাদি। 

আর এই আইটেমগুলো পাওয়া যাবে কে ক্র্যাফ্টের সকল শোরুম এবং অনলাইন স্টোর Kaykraft.com এ।

- বিজ্ঞপ্তি।