সম্পর্কে দেওয়ার পাল্লাটা কি ভারী

সম্পর্ক বেঁচে থাকে দুজনের সমান সমান প্রচেষ্টায়। তবে দেওয়া-নেওয়ার পাল্লাটা কোনো একদিকে বেশি ঝুলে পড়লে সম্পর্ক নষ্ট করে দিতে পারে।  

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 09:40 AM
Updated : 1 Feb 2018, 09:40 AM

সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন থেকে কয়েকটি চিহ্ন সম্পর্কে জানা যায় যা বুঝতে সাহায্য করবে সম্পর্কে আপনার ‘দেওয়ার পাল্লাটা’ ভারী কিনা।

তার সময় অনুযায়ী কাজ করা: বর্তমানে সবাই ব্যাস্ত। সবাইকেই সব কাজকর্ম ঠিক রেখে সঙ্গীকে সময় দিতে হয়। আপনাকে কি সব সময় সঙ্গীর সুযোগ সবিধা অনুযায়ী তার সঙ্গে কথা বলা বা দেখা করতে হয়। আপনি নিয়মিত তার সুবিধা দেখে চলেন আর সে যদি আপনার জন্য একটুও ছাড় না দেয় তাহলে আপনি একটু ঘুরে দাঁড়ান।  

সব দোষ নিজের কাধে নেওয়া: ঝগড়া হওয়া আবার তা ভুলে কাছে আসা প্রতিটা সম্পর্কেরই অনিবার্য অংশ। ছোট, বড় বা গুরুতর যে কোনো সমস্যার জন্যই কি আপনাকে দোষারোপ করা হয়, তাহলে এটা নিশ্চিত যে, আপনার সঙ্গী আপনাকে মানসিকভাবে অবহেলা করছে।  

আপনি তার জীবনের সঙ্গে জড়িত নন: সে আপনার সকল বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে পরিচিত এবং কয়েকবার দেখাও হয়েছে। অন্যদিকে, আপনি কেবল তার বন্ধু ও পরিবার সম্পর্কে শুনেছেন ও ছবি দেখেছেন। আপনি যখনই তার পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে চান তখনই সে বিষয়টা এড়িয়ে যায়। এটা অনেক বড় প্রতিবন্ধকতার লক্ষণ।  

সব সমস্যার সমাধান করা: আপনি তার সব সমস্যার সমাধান করতে চান যেমন- তার ও তার পরিবারের মাঝের কোনো সমস্যা বা তা কাজের কোন সমস্যা। আপনার সঙ্গী আপনার কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেনো তার সকল সমস্যার সমাধান করা আপনার কাজ নয়। সুতরাং এটা করতেও যাবেন না। 

আপনার প্রয়োজনের সময় সে পাশে থাকে না: তার যে কোনো প্রয়োজন বা সমস্যায় আপনি তার পাশে থাকতে চান। অন্যদিকে, আপনার কোনো গুরুতর প্রয়োজনের সময়ও সে আপনার পাশে থাকে না। আপনি তাকে ফোন করার পরেও সে ধরে না এবং ঘণ্টা খানেক পরে সে তার উত্তর দেয়।    

আপনি আবেগ আপ্লুত: পরিস্থিতি বোঝার পরও সঙ্গীর জন্য কিছু করার অতিরিকক্ত চাপ অনুভব করছেন। এতে আপনি শারীরিকভাবে ক্লান্ত ও মানসিকভাবে দুর্বল অনুভব করবেন। এমন ঘটনা যদি ঘটে থাকে তাহলে বুঝতে হবে সত্যিকার অর্থেই আপনার সম্পর্ক নিয়ে পুনয়ার বিবেচনা করার সময় এসেছে।