নতুন ব্র্যান্ডিং এবং পরিকল্পনা নিয়ে সেবার পথচলা

ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার কিংবা ক্লিনার’য়ের খুঁজে দেওয়ার সেবা ভিত্তিক প্রতিষ্ঠান নতুন বছরে নতুন লোগো নিয়ে যাত্রা শুরু করলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 09:11 AM
Updated : 1 Feb 2018, 09:11 AM

৩০ জানুয়ারি আইসিটি টাওয়ারে সেবা এক্স ওয়াই জেড’য়ের লোগো উন্মোচন করার অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহ-প্রকল্প পরিচালক (iDEA) টিনা জাবিন। আরও ছিলেন সেবার সিইও আদনান ইমতিয়াজ হালিম, মার্কেটিং ভিপি অনুপ দত্তসহ আরও অনেকে।

২০১৬ সালে শুরু হয় সেবা এক্স ওয়াই জেডের যাত্রা। সেবার উদ্দেশ্য নাগরিক জীবনেকে সহজ করা। দৈনন্দিন জীবনের কাজকে সহজ করতে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সেবা এক্স ওয়াই জেড। - বিজ্ঞপ্তি