এভারি ডেনিসনে ‘উজ্জ্বলা’র পরিচালনায় গ্রুমিং সেশন

উজ্জ্বলা লার্নিং সেন্টার নিয়মিতভাবেই দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের গ্রুমিং সেশন পরিচালনা করছে।  এরই অংশ হিসাবে ডিসেম্বরের ২২ এবং ২৯ বহুজাতিক প্রতিষ্ঠান এভারি ডেনিসনে দুদিনের গ্রুমিং সেশন পরিচালনা করেছে উজ্জ্বলা’র বিশেষজ্ঞ রিসোর্স ব্যক্তিত্বরা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 10:49 AM
Updated : 16 Jan 2018, 07:53 AM

এই সেশনে অংশ নেন এভারি ডেনসনের ৩৫ জন নারী কর্মকর্তা-কর্মচারি।

২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রফেশানাল ডেভেলপমেন্ট, পারসোনাল বিউটি অ্যান্ড স্টাইলিং এবং পারসোনালিটি অ্যান্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট।

তিনজন বিশেষজ্ঞ প্রথমদিনের সেশন পরিচালনা করেন। দিন শুরু হয় উজ্জ্বলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদিত্য সোমের প্রফেশানাল ডেভেলপমেন্ট ক্লাস দিয়ে। এরপর পারসোনাল বিউটি অ্যান্ড স্টাইলিং নিয়ে আলোচনা করেন সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভীন। কর্মক্ষেত্রে এবং এর বাইরে নিজেরে সুন্দর করে উপস্থাপন করার নানা বিষয়, সহজে নিজেকে পরিপাটি করে রাখার বিষয়ে অবগত করেন তিনি। দিন শেষ হয় পারসোনালিটি অ্যান্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট দিয়ে। এ বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ আলোচক মনজুন নাহার।

এই গ্রুমিং সেশনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর।

এদিন সেশন দুটো সেশন পরিচালনা করেন মনিরা রহমান এবং তামান্না চৌধুরী।

দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে এবং পেশাগত উন্নয়নে উদ্দেশ্যে ‘উজ্জ্বলা’ এই গ্রুমিং সেশন পরিচালনা করে থাকে।

- বিজ্ঞপ্তি।