পিঠা উৎসব

শীতকে সাদরে বরণ করে নিতে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 10:40 AM
Updated : 11 Jan 2018, 10:40 AM

১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

পিঠাপ্রেমীদের উদরপূর্তীতে বিভিন্ন ধরনের দেশি ঐতিহ্যবাহী পিঠার সুবিশাল আয়োজন থাকছে এই হোটেলের ১৫ তলায় ‘লেটেস্ট রেসিপি’ এবং লবির পাশে অবস্থিত ‘ল্যাটিচুড’ রেস্তোরাঁয়। 

পিঠার মধ্যে থাকছে জামাই আদর, বধূবরণ, পুলি পিঠা, ভাপা পিঠা, খিরসা-সাপটাসহ নানান ধরনের পিঠা। উৎসবে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পাশাপাশি থাকছে বাঁশি, হারমোনিয়াম ও তবলার সঙ্গীত মূর্ছনা।

এই উৎসবে লেটেস্ট রেসিপি’তে বুফে ডিনারে এন্ট্রি ফি থাকছে জনপ্রতি ৩,৯০০++ টাকা। এই আয়োজন সন্ধ্যা সাড়ে ছয়টায় থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

এবং ল্যাটিচুড ২৩ রেস্তোরাঁয় পিঠা কম্বো প্লেটের (তিনটি পিঠা ও ১টি মসলা চা) মূল্য রাখা হয়েছে প্রতি কম্বো ৯৫০++ টাকা। ল্যাটিটুড ২৩ রেস্টুরেন্ট এই প্রমোশন চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

- বিজ্ঞপ্তি।