হাত-পায়ের যত্নে লেবু, লবণ ও গরম পানি

সারাদিন রোদ ও ধূলা-ময়লায় হাত এবং পায়ের অবস্থা রুক্ষ হয়ে যায়। খুব সহজেই দিন শেষে মাত্র ২০ মিনিট ব্যয় করে হাত ও পায়ে ফিরিয়ে আনতে পারেন হারিয়ে যাওয়া কোমলতা।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 06:39 AM
Updated : 23 Dec 2017, 06:39 AM

হাত ও পায়ের উজ্জ্বলতা ফিরিয়ে আনার সহজ কিছু পন্থা দিয়েছেন শিবানি’জ অ্যারোমার কর্নধার শিবানী দে। 

* প্রথমে একটি তাজা লেবু কেটে হাত এবং পায়ে ঘষে নিন।

* এরপর এক লিটার কুসুম গরম পানিতে ১ চা-চামচ লবণ দিয়ে এতে হাত ও পা ডুবিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট।

* ইচ্ছে করলে পানিতে সামান্য শ্যাম্পুও নিতে পারেন।

* এরপর একটি মাজুনি দিয়ে আলতো করে হাত ও পা ঘষে নিন।

সবশেষে, হালকা কুসুম গরম পানিতে হাত-পা ধুয়ে ও মুছে নিন।

ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য হাতে এবং পায়ে অলিভ অয়েল লাগিয়ে নিন।

সপ্তাহে দুদিন এই পদ্ধতি অনুসরণ করুন। এতে ত্বক পরিষ্কার ও কোমল থাকবে।

আরও পড়ুন