‘সেরা রাঁধুনী ১৪২৪’র খুলনা অডিশন সম্পন্ন

সেরা রাঁধুনী খুঁজে বের করতে দেশজুড়ে চলছে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ প্রতিযোগিতার অডিশন রাউন্ড। ৯ ডিসেম্বর, শনিবার সিটি ইন হোটেলে খুলনা অঞ্চলের অডিশন সম্পন্ন হয়েছে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 09:46 AM
Updated : 12 Dec 2017, 09:47 AM

অডিশনে অংশ নেন ৭৫ জন রন্ধনশিল্পী। এদের মধ্যে থেকে রান্নায় পারদর্শীতা দেখিয়ে তিনজন বিজয়ী চূডান্ত পর্বের জন্য মনোনীত হয়েছেন।

অডিশন পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রন্ধন বিশেষজ্ঞ নাহিদ উসমান এবং আন্তর্জাতিক মানের শেফ শুভব্রত মৈত্র। খুলনা অডিশন রাউন্ডের জন্য ১০ জেলা থেকে তিন শতাধিক প্রতিযোগী তাদের রেসিপির মেন্যু অনলাইনের মাধ্যমে জমা দিয়েছিলেন। সেখান থেকে বাছাই করে ৭৫ জন প্রতিযোগীকে অডিশনের জন্য ডাকা হয়।
উল্লেখ্য, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’য়ের উদ্যোগে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ এবারে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় অডিশনের মাধ্যমে সারাদেশ থেকে ৪০ জন রন্ধনশিল্পীকে ঢাকায় আমন্ত্রণ করা হবে। এরপর আরেকটি প্রতিযোগিতার পর তাদের মধ্য থেকে ১৬ জনকে নিয়ে শুরু হবে গ্রুমিং রাউন্ড। তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন মূল স্টুডিও রাউন্ডে।

‘সেরা রাঁধুনী ১৪২৪’ পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন ১০ ও ৫ লাখ টাকা।

সেরা রাঁধুনী’র পরবর্তী বিভাগীয় অডিশন রাউন্ডের সময়সূচি হল:

বরিশাল: অডিশন ১১ ডিসেম্বর। বরিশাল ক্লাব। সকাল ৯টা - বিকাল ৫টা।  

চট্টগ্রাম ১: অডিশন ১৬ ডিসেম্বর। স্টেশন রোডে অবস্থিত পর্যটন মোটেল সৈকত। সকাল ৯টা - বিকাল ৫টা।

চট্টগ্রাম ২: অডিশন ১৭ ডিসেম্বর। স্টেশন রোডে অবস্থিত পর্যটন মোটেল সৈকত। সকাল ৯টা - বিকাল ৫টা।

সিলেট: অডিশন ২০ ডিসেম্বর। জিন্দাবাজারে অবস্থিত হোটেল নির্ভানা ইন। সকাল ৯টা - বিকাল ৫টা।

ঢাকা ১: অডিশন ২৪ ডিসেম্বর। সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সকাল ৯টা - বিকাল ৫টা।

ঢাকা ২: অডিশন ২৫ ডিসেম্বর। সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সকাল ৯টা - বিকাল ৫টা।

ঢাকা ৩: অডিশন ২৬ ডিসেম্বর। সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সকাল ৯টা - বিকাল ৫টা।

ঢাকা ৪: অডিশন ২৭ ডিসেম্বর। সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সকাল ৯টা - বিকাল ৫টা।

বিস্তারিত জানতে ভিজিট সেরা রাঁধুনী ফেইসবুক পেইজে:  https://www.facebook.com/SheraRadhuni/