সেরা রাঁধুনী’র খোঁজে

অডিশন হয়ে গেলো বগুড়া ও রাজশাহীতে।এছাড়া অন্যান্য বিভাগে বাছাই প্রক্রিয়ার সময়সূচী।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 12:00 PM
Updated : 7 Dec 2017, 12:00 PM

সেরা রন্ধনশিল্পী খুঁজে বের করতে শুরু হয়ে গেল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ‘সেরা রাঁধুনী’র পঞ্চম আসর। প্রতিযোগী বাছাইয়ে বগুড়ার মালতীনগরে অবস্থিত বগুড়া কনভেনশন সেন্টারে ৪ ডিসেম্বর এবং রাজশাহী শিল্পকলা একাডেমিতে ৬ ডিসেম্বর হয়ে গিয়েছে বিভাগীয় অডিশন রাউন্ড।

এই দুটি বিভাগীয় অডিশন রাউন্ড থেকে তিন জন করে মোট ছয় জন রান্নায় পারদর্শিতার পরিচয় দেখিয়ে জিতে নিলেন ঢাকা পর্বে লড়াই করার সুযোগ।

বিচারক হিসেবে ছিলেন রন্ধন বিশেষজ্ঞ নাহিদ ওসমান ও আন্তর্জাতিক মানের শেফ শুভব্রত মৈত্র।

রাজশাহী বিভাগীয় পর্যায়ে অডিশনের জন্য আট জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী তাদের রেসিপির মেন্যু জমা দিয়েছিলেন অনলাইনে। সেখান থেকে বাছাই করে অর্ধশতাধিক প্রতিযোগীকে অডিশনের জন্য ডাকা হয়। বিভাগীয় অডিশনের মাধ্যমে সারাদেশ থেকে ৪০ রন্ধনশিল্পীকে ঢাকায় আমন্ত্রণ করা হবে। এরপর আরেকটি প্রতিযোগিতার পর তাদের মধ্য থেকে ১৬ জনকে নিয়ে শুরু হবে গ্রুমিং রাউন্ডে।

‘সেরা রাঁধুনী ১৪২৪’ পাবেন ১৫ লাখ টাকা, প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ ও ৫ লাখ টাকা।

সেরা রাঁধুনী’র পরবর্তী বিভাগীয় অডিশন রাউন্ডের সময়সূচী হল-

খুলনা

অডিশন ৯ ডিসেম্বর। মজিদ স্মরণিতে অবস্থিত হোটেল সিটি ইন। সকাল ৯টা - বিকাল ৫টা।

বরিশাল

অডিশন ১১ ডিসেম্বর। বরিশাল ক্লাব। সকাল ৯টা - বিকাল ৫টা।

চট্টগ্রাম - ১

অডিশন ১৬ ডিসেম্বর। স্টেশন রোডে অবস্থিত পর্যটন মোটেল সৈকত। সকাল ৯টা - বিকাল ৫টা

চট্টগ্রাম - ২

অডিশন ১৭ ডিসেম্বর। স্টেশন রোডে অবস্থিত পর্যটন মোটেল সৈকত। সকাল ৯টা - বিকাল ৫টা

সিলেট

অডিশন ২০ ডিসেম্বর। জিন্দাবাজারে অবস্থিত হোটেল নির্ভানা ইন। সকাল ৯টা - বিকাল ৫টা

ঢাকা - ১

অডিশন ২৪ ডিসেম্বর। সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সকাল ৯টা - বিকাল ৫টা।

ঢাকা - ২

অডিশন ২৫ ডিসেম্বর। সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সকাল ৯টা - বিকাল ৫টা।

ঢাকা - ৩

অডিশন ২৬ ডিসেম্বর। সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সকাল ৯টা - বিকাল ৫টা।

ঢাকা - ৪

অডিশন ২৭ ডিসেম্বর। সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সকাল ৯টা - বিকাল ৫টা।

বিস্তারিত জানতে ভিজিট সেরা রাঁধুনী ফেইসবুক পেইজেঃ https://www.facebook.com/SheraRadhuni/

- বিজ্ঞপ্তি।