দরকারী ফ্যাশন টিপস

হলদে হয়ে যাওয়া টিশার্ট, ব্যাগের তেলের দাগ বা নতুন জুতা পরতে পারছেন না বলে ফেলে রাখবেন? দরকার নেই ফেলে রাখার বরং এই ধরনের টুকটাক সমস্যা সমাধানের জন্য রয়েছে সহজ সমাধান।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 11:21 AM
Updated : 7 Dec 2017, 11:21 AM

এই ধরনের সমস্যাগুলো সমাধানে প্রচলিত ও প্রতিষ্ঠিত কিছু পন্থা রয়েছে। এই বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনের তথ্য অবলম্বনে এই আয়োজন।

পোশাক ইস্ত্রি করতে হেয়ার স্ট্রেইটনার

হাতের কাছে ইস্ত্রি নেই, আছে হেয়ার স্ট্রেইটনার আছে! তাহলে সেটা দিয়েই কাজ সেরে ফেলুন।

পোশাকের তন্তুর ধরন অনুযায়ী তাপমাত্রা ঠিক করে নিন, এরপর তা দিয়ে পোশাক ইস্ত্রি করুন। পোশাকের কলার ইস্ত্রি করতে এটা বেশ সহায়ক। কারণ এর মাধ্যমে পোশাকের কুঁচকানোভাব দূর করা যায় এবং আকার ঠিক থাকে।  

কাপড়ের হলদেভাব দূর করতে

ঘামের কারণে সাদা কাপড়ে হলদেভাব দেখা দেয়। এই সমস্যা থেকে রক্ষা দিতে পারে লেবুর রস।

একটি স্প্রেয়ের বোতলে লেবুর রস নিয়ে তা হলদে দাগের উপরে স্প্রে করুন। দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

হ্যান্ডব্যাগে তেলের দাগ

ঘাম বা ময়লা হাত দিয়ে ধরার কারণে ব্যাগে তেলতেলে দাগের সৃষ্টি হতে পারে। এই ধরনের দাগ কমাতে বেবি পাউডার ব্যবহার করুন।

তেলের দাগের উপরে পাউডার ছিটিয়ে সারা রাত রেখে দিন। এতে পাউডার তেল শুষে নেওয়ায় সুযোগ পাবে এবং তা আবার নতুনের মতো হয়ে যাবে। তবে মনে রাখবেন এটা কেবল তেলের দাগ ওঠাতে সাহায্য করে অন্য কোনো কালো দাগ বা রংয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।  

নতুন জুতা পরা

নতুন জুতা কিনেছেন কিন্তু তা বেশ শক্ত! প্রথমে মোটা মোজা পরে জুতা পায়ে গলান। তারপর হেয়ারড্রায়ার দিয়ে একটু দূর থেকে ২০ থেকে ৩০ সেকেন্ড বাতাস দিন। এখন পায়ের পাতা বেঁকিয়ে উপর নিচ করুন। এতে আঁটসাঁট হয়ে থাকার জুতায় জায়গাগুলো ঢিলা হয়ে যাবে।

এরপর জুতা খুলে ঠাণ্ডা হতে দিন।

বন্ধ জিপার খোলার উপায়

অনেক সময় পোশাক বা ব্যাগের চেইন আটকে যায়। এক্ষেত্রে চেইনের দাঁতের উপর ভ্যাসলিন, গ্রাফাইট পেন্সিল অথবা সাবানের বার ঘষুন। এটা তাৎক্ষনিকভাবে চেইন ঠিক করতে সাহায্য করে।

বন্ধ চেইনের দাঁতের উপর মোমবাতি ঘষলেও উপকার পাওয়া যায়।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন