আলোকচিত্র প্রদর্শনী ‘পোর্ট্রেইটস অব লিমা’

পেরু’র বিখ্যাত আলোকচিত্রী ইউজিন কুরেট’য়ের তোলা ছবি নিয়ে ‘পোর্ট্রেইটস অব লিমা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার শিল্পকলা একাডেমিতে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 11:21 AM
Updated : 20 Nov 2017, 11:21 AM

প্রদর্শনীতে পেরু’র মানুষের জীবনঘনিষ্ঠ বিভিন্ন ছবির মাধ্যমে পেরু’র সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্য ও গভীরতা তুলে ধরা হয়েছে। আলোকচিত্রী ইউজিন কুরেট’য়ের এই কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে পেরু’র শিল্প ও সংস্কৃতির বহুমুখিতা এবং তাদের জাতিগত অর্জনের এক অনন্য রূপ।

১৭ নভেম্বর শুক্রবার শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে পেরু’র সম্মানিত কন্সল সারাহ আলী এবং আলোকচিত্রী গোলাম মোস্তফা।

উপস্থিত সকলে প্রদর্শিত আলোকচিত্রের শিল্পমান ও গুরুত্ব নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ ও পেরু’র মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আশা প্রকাশ করেন।

শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনী ২১ নভেম্বর পর্যন্ত, সকাল ১১টা থেকে বিকাল ৫টা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।