অফিসে যেতে ঝটপট মেইকআপ

শুষ্ক মৌসুমে ত্বক পরিচর্যার পাশাপাশি সাজগোজেও খানিকটা পরিবর্তন আনতে হয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 10:55 AM
Updated : 14 Nov 2017, 10:59 AM
মেইকআপ আর্টিস্ট আহান রহমান শীতকালে অফিস বা অন্য কোনো কাজে বাইরে যাওয়ার ঝটপট মেইকআপ করার কৌশল সম্পর্কে জানান।

তিনি বলেন, “দিনের সাজে প্রাকৃতিকভাব রাখাই ভালো। সাধারণত, খুব সকালেই অফিসে যেতে হয় তাই মেইকআপও করতে হবে ঝটপট। আর যেহেতু শীতকাল তাই ত্বকের আর্দ্রতার কথা মাথায় রেখে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।”    

মেইকআপের ক্ষেত্রে প্রথমেই ভালোভাবে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন মেখে প্রাইমার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ত্বকে কন্সিলার লাগাতে হবে। এরপর হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিলেই হবে।

এবার মুখে ফেইস পাউডার লাগিয়ে নিন, এতে ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী হবে। মুখের গড়ন ঠিক রাখতে গালে, থুতনির নিচে ও কপালে কন্টুয়ার করতে পারেন।

চোখের সাজের ক্ষেত্রে গোলাপি, বাদামি অথবা পোশাকের সঙ্গে মেলে এমন হালকা কোনো রংয়ের শ্যাডো বেছে নিন।

চোখের উপরের পাতায় চিকন করে কাজলের রেখা টানুন। সৌন্দর্য বাড়াতে মাস্কারা ব্যবহার করুন।

ভ্রু’র নিচের অংশে হালকা শিমার ব্যবহার করুন এতে ভ্রু ও চোখ বেশ প্রাণবন্ত লাগবে।

ঠোঁটে পছন্দসই যে কোনো রংয়ের লিপস্টিক লাগাতে পারেন। তবে পোশাকের রংয়ের সঙ্গে মানানসই এমন লিপস্টিক ব্যবহারে বেশি ভালো লাগবে।

মেইকআপ: আহান রহমান। ছবির মডেল: আনিকা আলম।

আরও পড়ুন